Monday, May 5, 2025

দক্ষিণ ২৪ পরগনার কোভিড পর্যালোচনা বৈঠক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক

Date:

কোভিডের তৃতীয় ঢেউ চলছে। তৎপর সরকার। এবার দক্ষিণ ২৪ পরগনার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন তিনি৷ শনিবার দুপুর ১২ টায় আলিপুরে জেলাশাসকের দফতরে হবে এই বৈঠক।

অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আবার ডায়মন্ড হারবারের সাংসদও। স্বভাবতই ক্রমবর্ধমান কোভিডের ছোবল থেকে জেলাকে রক্ষা করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। এই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত থাকবেন জেলাশাসক পি উল্গানাথন, জেলা পরিষদের সভাধিপতি, এছাড়াও পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বাছাই করা সদস্য। জেলার পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

সামনেই গঙ্গাসাগর মেলা। কলকাতা হাইকোর্টও শর্তসাপেক্ষে ছাড় দিয়েছে মেলার জন্য। সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাগর মেলার প্রস্তুতি বৈঠক করে এসেছেন। প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই নব্বই শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। মেলা প্রাঙ্গণেও টিকাকরণ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। আসবেন পুণ্যার্থীরাও। এই অবস্থায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় কোভিড পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশিত করতে চাইছে সরকার। এবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিজে তাঁর সংসদীয় এলাকা তো বটেই একই সঙ্গে বুঝে নিতে চাইছেন এই জেলার বর্তমান কোভিড পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আরও কি কি ব্যবস্থা নেওয়া দরকার।

আরও পড়ুন- Gangasagar Mela: গঙ্গাসাগরের শুরুতেই বাবুঘাটে করোনার থাবা! আক্রান্ত একাধিক

 

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version