Monday, May 19, 2025

নতুন বছরটা মোটেই ভাল ভাবে শুরু হল না জর্জ ফ্লয়েডের George Floyd) চার বছরের নাতনি আরিয়ানা ডেলানের (Ariyana Delan)। à§§ জানুয়ারি রাতে টেক্সাসের (Texas) হিউস্টনে নিজেদের ফ্ল্যাটে ঘুমোচ্ছিল আরিয়ানা। অভিযোগ, রাত তিনটে নাগাদ হঠাৎই এক বন্দুকবাজ হামলা চালয়। মেয়েটির বাবা ডেরেকের কথায়, ‘‘আরিয়ানা আর্তনাদ করে বলে, ‘আমার গুলি লেগেছে।’ দেখি মেয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছে।”

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ফ্লয়েডের নাতনি। আরিয়ানার ঠাকুরমা ফ্লয়েডের নিজের বোন। গুলি ফুসফুস ও যকৃৎ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে ছোট্ট মেয়েটির। পাঁজরের হাড় ভেঙেছে। অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে উঠছে সে। ইচ্ছাকৃতভাবেই এই হামলা বলে অভিযোগ ডেরেকের। পুলিশ দেরি করে এসেছে বলেও অভিযোগ তাঁর।

তবে, হিউস্টন পুলিশের দাবি, হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে দেখছে, বিশেষ কোনও কারণে ওই পরিবারটিকে আক্রমণ করা হয়েছে কি না।

আরও পড়ুন: কেন্দ্রের গাইডলাইন না জেনে প্রশ্ন তোলেন রাজ্যপাল: মোদির সামনে ধনকড়কে তোপ মমতার

মিনিয়াপোলিসের রাস্তায় ২০১৯-এর ২৫ মে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেন পুলিশ আধিকারিক ডেরেক শভিন। সাড়ে ৯ মিনিট সে ভাবে থাকার ফলে ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। তার পর থেকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। নিন্দায় সরব হয় বিশ্ব। সেই মামলায় গত বছর এপ্রিলে দোষী সাব্যস্ত হন শভিন। তাঁর সাড়ে ২২ বছর কারাদণ্ড ঘোষণা করে মিনিয়াপোলিসের আদালত। কৃষ্ণাঙ্গ আন্দোলনের সমর্থনের কারণেই তাদের ওপর হামলা বলে অভিযোগ আরিয়ানার পরিবারের।

Related articles

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...
Exit mobile version