Sunday, May 18, 2025

কেন্দ্রের গাইডলাইন না জেনে প্রশ্ন তোলেন রাজ্যপাল: মোদির সামনে ধনকড়কে তোপ মমতার

Date:

রাজ্য সরকারের বিরুদ্ধে সংঘাতের আবহ জিইয়ে রেখে বার বার টুইটে আস্ফালন দেখিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। এবার রাজ্যপালের বিরুদ্ধে সঠিক সময়, সঠিক মঞ্চকে ব্যবহার করে ঝাঁঝালো আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেটাও আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সামনে। সরাসরি ধনকড়কে তোপ দেগে মমতা বললেন, “কেন্দ্রের গাইডলাইন জানেন না রাজ্যপাল। প্রতিপদের রাজ্য সরকারের কাজ নিয়ে অবান্তর প্রশ্ন তোলেন।”

চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে(CNCI) দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রের টিকা বঞ্চনা নিয়ে মোদিকে তোপ দাগেন মমতা। এরপরই তাঁর আক্রমণের তীর ছুটে যায় রাজ্যপালের দিকে। মমতা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের নির্দেশিকা ৯৯ শতাংশ মেনে চলার চেষ্টা করে রাজ্য। রাজনৈতিক মতভেদ থাকলেও সংক্রমণ রুখতে কেন্দ্রের দেওয়া সবধরনের নিয়ম পালন করারই চেষ্টা করা হয়। কিন্তু রাজ্যপাল সেসব গাইডলাইন না জেনেই প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “একই হাসপাতালের à§­à§« জন ডাক্তার একসঙ্গে কোভিড আক্রান্ত (COVID Positive) হলে কীভাবে চলবে বলুন। আপনার কাছে অনুরোধ চিকিৎসকের কোটা বাড়ান। অফিসারও প্রয়োজন। কেন্দ্র পরামর্শ দিয়েছে বাইরে থেকে লোক নিতে। তা মেনে আমরা সে পথেও হেঁটেছি। কিন্তু তাতে আবার গভর্নর প্রশ্ন করছেন, এমনটা কেন হল? কোন প্রক্রিয়ায় হল? কেন্দ্রের গাইডলাইনই তো জানেন না রাজ্যপাল।”

আরও পড়ুন:Narendra Modi: ক্যানসার হাসপাতালের উদ্বোধনে মোদির সঙ্গে মমতাও,বললেন ‘২৫ শতাংশ টাকা দিয়েছে রাজ্য

এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ক্যাম্পাস তৈরীর জন্য রাজ্য সরকার ২৫% অর্থ এবং à§§à§§ একর জমি দিয়েছে। পাশাপাশি হাসপাতালের রেকারিং খরচ রাজ্য সরকার বহন করবে।” এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানান মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা যাতে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়ার জন্য। পাশাপাশি রাজ্য যে প্রাপ্য ৪০% দ্বিতীয় ডোজ পায়নি সেকথাও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, রাজ্যবাসীর সম্পূর্ণ টিকা করণের জন্য আরও করোনা টিকার প্রয়োজন।

Related articles

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...

দলনেত্রী রাজ্যসভার সদস্য করতে চেয়েছিলেন: রাজ্য সভাপতি দ্বন্দ্বের জবাব কেষ্টর

তৃণমূল রাজ্য নেতৃত্ব প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন। সেখানেই ২০২৬ নির্বাচনের আগে বিরোধীদের পায়ের তলার জমি সরে...
Exit mobile version