চলতি বছরে উত্তর প্রদেশ(UttarPradesh), পাঞ্জাব(Punjab) সহ দেশের ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তবে এই নির্বাচনের দেশব্যাপী বাড়তে থাকে করোনা পরিস্থিতি আতঙ্ক বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা দাবি করছেন নির্বাচন স্থগিতাদেশ। যদিও সর্বদল বৈঠকের পর নির্বাচনের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে ৫ রাজ্যে নির্বাচন স্থগিতের দাবিতে সরব হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prasant Kishor)।

করোনাকালে শুক্রবার পাঁচ রাজ্যে নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে প্রশান্ত কিশোর লেখেন, “ভোটমুখী রাজ্যগুলির ৮০ শতাংশ জনগণের করোনার ভ্যাকসিনের (Corona Vaccine) দুটি ডোজ পাওয়া নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। এটাই এই মহামারীর সময়ে পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সবচেয়ে সুরক্ষিত পথ। বাকি সব কিছুই অনর্থক।” পিকে মনে করছেন, নির্বাচন কমিশন যে কোভিড বিধি রাজনৈতিক দলগুলির জন্য বেঁধে দিয়েছে, তা নিরর্থক, কেউ মানে না। তিনি বলছেন, “কমিশনের বেঁধে দেওয়া আদর্শ কোভিড (COVID-19) বিধি পুরোপুরি অর্থহীন। কেউ এসব মানে না।”

EC MUST insist on 2 vaccine doses for at least 80% people in poll bound states.
This is the only SAFE way to hold #elections in the midst of a raging pandemic. Rest everything is HOGWASH. The notion of guidelines for #Covid appropriate behaviour which no one follows is FARCICAL.
— Prashant Kishor (@PrashantKishor) January 7, 2022