রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৯ হাজারের দোরগড়ায়, বাড়ল পজিটিভিটি রেট

রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা। আক্রান্তের সংখ্যা ১৯ হাজার না ছুঁলেও পজিটিভিটি রেট বাড়ল অনেকটাই। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৮,২১৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট। শুক্রবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ২৬.৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় তা বেড়ে হল ২৯.৬০ শতাংশ।

এদিকে, সংক্রমণের তালিকায় শীর্ষে কলকাতা। গত একদিন, কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭,৩৩৭ জন। শুক্রবার এই সংখ্য়াটা ছিল ৭,৪৪৮। মৃত্যু হয়েছে ৭ জনের। অ্য়াকটিভ কেস ৩,৭৫৭। উত্তর ২৪ পরগনায় গত একদিন আক্রান্ত ৩,২৮৬, মৃত্যু ৫ জনের। হাওড়ায় আক্রান্ত ১৪৮৩, পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১০০৬।

আরও পড়ুন- দক্ষিণ ২৪ পরগনার কোভিড পর্যালোচনা বৈঠক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক

Previous articleSachin Tendulkar: লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর
Next articleবিজেপি কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল, ভোটের আগে কেন আগ্নেয়াস্ত্র সহ বিধাননগরে বাবু মাস্টার?