Wednesday, November 5, 2025

Covid in Tollywood: টলিপাড়ায় করোনার থাবা, আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত,শ্রীলেখা মিত্র সহ আরও অনেকে

Date:

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। এরইমধ্যে টলিপাড়ায় একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কোভিডে। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকাও। এবার সপরিবারে আক্রান্ত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।  দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ শ্যুট করতে গিয়েছিলেন তিনি। শীতের আমেজ উপভোগ করতে পরিবারের সবাইকে নিয়েও গিয়েছিলেন দার্জিলিং-এ। ফিরে এসে সকলেরই হালকা উপসর্গ ছিল। পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:রাতের কলকাতায় পুলিশ সেজে লুঠ চালালো ‘মহিলা গ্যাং’, গ্রেফতার ৩

অন্যদিকে, কোভিড পজিটিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্রেরও। দিন দুই ধরে জ্বর। সঙ্গে গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা। গলা বসে গিয়েছিল অভিনেত্রীর। তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন গান। ভাবতেই পারেননি করোনায় কাবু হবেন। কিন্তু বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।

এদিকে করোনা থাবা বসিয়েছে অভিনেতা কৌশিক সেনের বাড়িতেও। ছেলে অভিনেতা ঋদ্ধি সেন ও স্ত্রী রেশমি সেনের সঙ্গে করোনা আক্রান্ত কৌশিক সেন।শুক্রবার কৌশিক সেন জানান, এই নিয়ে দ্বিতীয় বার তাঁদের পরিবারে থাবা বসিয়েছে করোনা। যদিও অভিনেতা কৌশিক সেন এখন করোনামুক্ত। তবে স্ত্রী এবং ছেলে ঋদ্ধি সেন এখনও করোনা আক্রান্ত। দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন।

করোনার তৃতীয় ঢেউয়ে লাগাতার আক্রান্ত হচ্ছেন টলিপাড়ার তারকারা। বছরের প্রথম দিনেই করোনা আক্রান্তের খবর দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তারপর একে একে আক্রান্ত হন পার্নো মিত্র, সস্ত্রীক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কবি শ্রীজাত, শ্রীলেখা মিত্র সহ বহু জন। যদিও প্রত্যেকেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। দুর্বলতা কাটিয়ে ইতিমধ্যেই সুস্থও হয়ে উঠেছেন অনেকেই।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version