Monday, May 19, 2025

মেয়ের বিরুদ্ধে তছরুপের অভিযোগ, ফেসবুক লাইভ করে আত্মঘাতী বাবা-মা-ছেলে

Date:

মেয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে প্রতিবেশীদের গঞ্জনার শিকার হয়েছিল পরিবার। যার জেরেই মর্মান্তিক ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার(south 24 parganas) বকখালি এলাকার হাড়া গ্ৰামে। ফেসবুক লাইভ(Facebook live) করে আত্মঘাতী(suicide) হলেন একই পরিবারের তিন সদস্য। মৃতরা হলেন, অশোক নস্কর, রিতা নস্কর ও অভিষেক নস্কর। সম্পর্কে বাবা, মা ও ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অশোক ও রিতার মেয়ে পুনম দাস এলাকায় একটি স্বনির্ভর গোষ্ঠী চালাত। এই স্বনির্ভর গোষ্ঠী প্রায় ১৪ লক্ষ টাকা তছরুপ করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শনিবার গ্রুপের মহিলারা অশোকের বাড়িতে চড়াও হয়। পুনমের বাপের বাড়ির লোক এই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তোলে তারা। তাঁদের ঘরে তালা লাগিয়ে ঘর থেকে সকলকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হয়ে ফেসবুক লাইভ করে আক্রান্ত পরিবার। যেখানে নিজেদের সম্পূর্ণরূপে নির্দোষ বলে দাবি করে ওই পরিবার। এরপর জঙ্গলে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বাবা-মা ও ছেলে।

আরও পড়ুন:SET:করোনা আবহেই সুষ্ঠুভাবে নেওয়া হল রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের সেট

ঘটনার কথা জানাজানি হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। অন্যদিকে পুনমকে উদ্ধার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version