Sunday, August 24, 2025

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই রবিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় সেট পরীক্ষা। কোভিড বিধি মেনে একঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী।

আরও পড়ুন:আনন্দপুরে মাথা থেঁতলে খুন অটোচালক, চাঞ্চল্য এলাকায়

রাজ্যজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরইমধ্যে সেট পরীক্ষা স্থগিত না করে পূর্বের সিদ্ধান্ত মত পরীক্ষা নেওয়া হয়।  করোনার প্রতিকূলতা সত্ত্বেও সেট বা অধ্যাপক নিয়োগের পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করে শিক্ষা দফতর। প্রতিটি কেন্দ্রে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোভিড বিধি মেনে স্যানিটাইজার থেকে শুরু করে দূরত্ববিধি এবং প্রতিটি কেন্দ্রে আইসোলেশন রুমেরও ব্যবস্থা করা হয়। যাতে কোনও পরীক্ষার্থী কোভিড পজিটিভ হলে তিনি আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থীকেই বসানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য,বিভিন্ন সংগঠনের তরফে দাবি উঠেছিল, করোনার মধ্যে রবিবারের পরীক্ষাটি স্থগিত হোক। তবে দফতর এবং কমিশন একেবারে শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করতে রাজি হয়নি। পরীক্ষার্থীদের স্বার্থের কথা ভেবেই তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান এক শীর্ষ আধিকারিক।

করোনা পরিস্থিতির জেরেই গত দু’বছর সেট পরীক্ষা হয়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসায় এববছর সেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর। তবে এবারও সেই করোনা কাঁটা। তবে প্রথমে স্থগিতের কথা উঠলেও পরীক্ষার্থীদের কথা ভেবেই করোনা আবহে অনুষ্ঠিত হল সেট পরীক্ষা।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version