Monday, August 25, 2025

Covid Update: লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ, পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Date:

হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। শনিবার দেড় লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। তার মধ্যে ওমিক্রনে আক্রান্ত তিন হাজার ৬২৩ জন। এমতাবস্থায় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানা গেছে,প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক, কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, ক্যাবিনেট মুখ্যসচিব রাজীব গউবা, স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ও আইসিএমআরের ডিরেক্টর জেনারেল।

আরও পড়ুন:Kolkata Police: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ৫৯ জন, উদ্বেগে লালবাজার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্তের হার বেড়ে হয়েছে ১০.২১ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। সুস্থতার হার ৯৬.৯৮। দেশের মধ্যে মহারাষ্ট্রে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার মধ্যে মুম্বইয়েই আক্রান্ত ২০ হাজার ৩১৮ জন। তার পরই রয়েছে দিল্লি। ২০ হাজার ১৮১ জন কোভিড আক্রান্ত হয়েছেন রাজধানীতে।

লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। ইতিমধ্যেই ২৭টি রাজ্যে ওমিক্রনের সংক্রমণ ছাড়িয়েছে।  তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৯। তারপরই রয়েছে দিল্লি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version