Sunday, August 24, 2025

কথা দিয়ে কথা রাখলেন বৃদ্ধা, লটারি জিতে বিক্রেতাকে দিলেন অর্ধেক পুরস্কার

Date:

শখ করে লটারি কেটেছিলেন বৃদ্ধা। যে দোকান থেকে তিনি লটারি(Lottery) কেনেন বিক্রেতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি প্রথম পুরস্কার জেতেন তবে অর্ধেক টাকা তাঁকে দেবেন। প্রথম পুরস্কার না জিতলেও পুরস্কার হিসেবে যত টাকা তিনি পেলেন তার অর্ধেক টাকা বিক্রেতাকে দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন ৮৬ বছর বয়সী বৃদ্ধা। বৃদ্ধার এহেন আচরণ মন জয় করে নিল নেটিজেনদের।

জানা গেছে, চলতি সপ্তাহে এক লটারির দোকান থেকে টিকিট কেটেছিলেন মারিয়ন ফরেস্ট(Marion forest)। প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল পাঁচ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় পৌনে চার কোটি টাকা)। টিকিট কাটার পর মারিয়ন বিক্রেতাকে বলেছিলেন, “যদি আমি এই টাকা জিতি, তা হলে তোমাকে সেই অর্ধেক দেব।” অবশ্য দোকানে হাজার ক্রেতার ভিড়ে বৃদ্ধার এই প্রতিশ্রুতি মনে ও রাখেনি বিক্রেতা। কিন্তু হঠাৎ একদিন সেই দোকানে ফিরে এলেন মারিয়ান। হাতে তার একটি খাম ও দুটি বেলুন। এরপর তিনি যা করলেন তাতে রীতিমত অবাক হয়ে যান ওই টিকিট বিক্রেতা।

আরও পড়ুন:মোদির নিরাপত্তায় গলদ: DGP সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে সরালো পাঞ্জাব সরকার

সাদা খামটি তাঁর দিকে বাড়িয়ে দিয়ে বৃদ্ধা বলেন, “এটা তোমার। বলেছিলাম লটারি জিতলে তার অর্ধেক টাকা তোমাকে দেব। এটাই তোমার পুরস্কার।” ঘটনাচক্রে, মারিয়ন কিন্তু প্রথম পুরস্কার পাননি। তিনি মাত্র ৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা) জিতেছিলেন। অর্থমূল্য যা-ই হোক না কেন, প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি মারিয়ন। কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিয়ো এখন ভাইরাল নেটামাধ্যমে। তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version