Tuesday, November 25, 2025

এই প্রথম, রাজ্যে তৈরী হল চা-বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি

Date:

Share post:

তৈরি হল তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি। এতদিন যা ছিল না। দলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হল এই অসাধ্য সাধন। এই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হয়েছেন নকুল সরান। ভাইস চেয়ারম্যান হয়েছেন দীপক প্রধান। সভাপতি করা হয়েছে বীরেন্দ্র বরা ওঁরাওকে। এরাজ্যের চা বাগান ইউনিয়নের ইতিহাসে এই প্রথম কোনো জনজাতি গোষ্ঠী থেকে সভাপতি হলেন। কার্যকরী সভাপতি হয়েছেন মান্নালাল জৈন। সাধারণ সম্পাদক পুলিন গোলদার।

এছাড়াও পাঁচ জনকে করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সংগঠনের প্রচুর শ্রমিক সদস্যকে এক্সিকিউটিভ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এটি প্রাথমিক কমিটি। এমাসের মধ্যে আরও বাড়ানো হবে কমিটির সদস্য। অন্যান্য শ্রমিক সংগঠন থেকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। অনেকেই তাদের সংগঠন নিয়ে খুব তাড়াতাড়ি যোগ দেবেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে।

বাংলায় ৩০৩ টি চা বাগান রয়েছে। সম্প্রতি ঠিক হয়েছে চা বাগানে আইএনটিটিটিউসি অনুমোদিত একটিই সংগঠন থাকবে। যে কারণে তৈরি করা হয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। যারা বাগানের শ্রমিকদের স্বার্থে কাজ করবে। বাগান মালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সমন্বয় রেখে চলবে।
রাজ্যের চা বাগান গুলিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বাম আমলে তাদের করুণ অবস্থা ছিল। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর একটু একটু করে তাদের মজুরি বৃদ্ধি, বোনাস, ঘরবাড়ি তৈরির খরচ সহ একাধিক বিষয়ে নজর দেওয়া হয়। শ্রমিক আন্দোলোনের জেরে অনেক বন্ধ বাগান খোলার ব্যবস্থা করা হয়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব পাওয়ার পর উঠে পড়ে লাগেন চা বাগানের অসংগঠিত শ্রমিকদের একটি ছাতার তলায় নিয়ে আসার। সে কাজে তিনি সফল। এবার কেন্দ্রীয় কমিটিও তৈরি হয়ে গেল চা বাগান শ্রমিক ইউনিয়নের। যাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ঋতব্রত বন্দোপাধ্যায় জানালেন, এখন তাঁদের লক্ষ্য প্রত্যেকটি বাগানে ফাংশনাল ইউনিট খোলা। আগামী মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে চাইছেন তারা। তবে বর্তমান করোনা পরিস্থিতি কতটা অন্তরায় হয়ে দাঁড়াবে সেটাই ভাবাচ্ছে। তবে কাজ থেমে নেই।

আরও পড়ুন- বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

 

 

spot_img

Related articles

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা মাঝেই রাজ্যে কমল উষ্ণতার পারদ 

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ে (SENYAAR Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। তার...

এসআইআরের প্রতিবাদে আজ ঠাকুরনগরে পদযাত্রা-সভা মুখ্যমন্ত্রীর 

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ...

ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ব্যাহত আরবগামী একাধিক উড়ান

বিরল ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইথিওপিয়া। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি জেগে উঠল হঠাৎ(Ethiopia...

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...