Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের

সাগর-স্নানের পুণ্যার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেলওয়ে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হবে ১২টি ইএমইউ লোকাল ট্রেন। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ট্রেনগুলি চলবে।

১২টি বিশেষ ট্রেনের মধ্যে ৩টি শিয়ালদহ থেকে (সকাল ৬.১৫, দুপুর ২.৪০, বিকেল ৪.২৪), ২টি কলকাতা স্টেশন থেকে (সকাল ৭.৩৫, রাত ৯.৩০), ৫টি নামখানা (সকাল ৯.১০,১১.১৮, সন্ধে ৬.৩৫, ৭.০৫, রাত ২.৫) , ১টি লক্ষ্মীকান্তপুর (রাত ১১.১৫) এবং ১টি কাকদ্বীপ (দুপুর ২.৪০) থেকে ছাড়বে।

তবে আগামী ১৪ জানুয়ারি কলকাতা-নামখানা ডাউন ভায়া মাঝেরহাট, বালিগঞ্জ, লক্ষ্মীকান্তপুর গ্যালপিং ইএমইউ স্পেশাল শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

১৬ জানুয়ারি, রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর রুটে সপ্তাহের অন্য দিনের মতোই পরিষেবা মিলবে। গ্যালপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর এবং কাকদ্বীপে দাঁড়াবে।

আরও পড়ুন- অভিষেক মডেল : ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে চালু ১৮৪ হাইটেক কন্ট্রোল রুম, কমছে পজিটিভিটি রেট

Previous articleঅভিষেক মডেল : ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে চালু ১৮৪ হাইটেক কন্ট্রোল রুম, কমছে পজিটিভিটি রেট
Next articleCorona: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী