Corona: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

ক্রমশ দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তদের তালিকা। এবার কোভিডে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। টুইট করে নিজেই জানিয়েছেন সেকথা। তিনি লিখেছেন, “লক্ষণ দেখা দেওয়ার আমি কোভিড পরীক্ষা করিয়েছি ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এখন যদিও সুস্থবোধ করছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি ৷” একইসঙ্গে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷

সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। জানা গিয়েছে, তাঁরও মৃদু উপসর্গও রয়েছে। রয়েছেন হোম আইসোলেশনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও কোভিড পজিটিভ বলে খবর। উল্লেখ্য, রবিবারই কোভিড পজিটিভ হন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সংক্রমিত হয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন সিপিআই নেতা প্রকাশ কারাট। তাঁর স্ত্রী বৃন্দা কারাটও করোনা আক্রান্ত। তাঁরা দু্’জনে গত শনিবার শারীরিক অসুস্থতা অনুভব করেন। রবিবার দু’জনে করোনা পরীক্ষা করান। সোমবার তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে তাঁরা হাসপাতালে আছেন বলে খবর।

আরও পড়ুন- Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ঘোষণা পূর্ব রেলের

Previous articleGangasagar Mela: গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের
Next articleকথা রাখল রাজ্য সরকার! বিষপানকারী শিক্ষিকাদের বদলি বাতিল, থাকছেন পুরনো জায়গাতেই