Wednesday, May 7, 2025

বয়স ৬০। বয়সের ভারে নুব্ঝ। তার ওপর দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। কৃত্রিমভাবে শ্বাস নিতে হত তাঁকে, হুইলচেয়ার ছাড়া হাঁটতে-চলতে পারতেন না।কার্যত চিকিৎসকদের এবং পরিবারের সদস্যদের সাহায্যেই জীবনযাপন করছিলেন। কিন্তু এই পরাধীন জীবন রাখতে চাননি কলম্বিয়ার বাসিন্দা ভিক্টর এসকোবার। অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। বেছে নেন স্বেচ্ছামৃত্যুকে। কঠোর হলেও আদালতের অনুমতিতেই হাসতে হাসতে প্রাণ দেন নিজের । চিরবিদায় জানান পরিবারকে।

আরও পড়ুন:Pakistani Boat: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ পাক নৌকার, আটক ১০

স্বেচ্ছামৃত্যু! শুনলেই হয়তো শিহরণ জাগে। কিন্তু এই স্বেচ্ছামৃত্যু বরণ করে দৃষ্টান্ত তৈরি করেন ভিক্টর। মৃত্যু মেনে নেওয়া কঠিন। কিন্তু ভিক্টর চাননি ‘দয়ার জীবন’। তাই হাসতে হাসতে বিদায় জানিয়েছেন পরিবারকে। মৃত্যুর আগে পর্যন্ত তার চোখেমুখে স্নিগ্ধতার ছাপ ছিল। তার আগে নিজের সংক্ষিপ্ত বক্তব্যের একটি ভিডিও রেকর্ড করেন তিনি।যা ব্রাজিলের সংবাদমাধ্যমগুলিকে পাঠিয়ে দেন তিনি। ওই ভিডিওতে ক্যাথলিক ভিক্টরকে বলতে শোনা যায়, “একটু একটু করে সকলেরই একদিন ফেরার সময় আসবে। অতএব, আমি আজ বিদায় বলব না, বরং বলব, আবার দেখা হবে! তিলে তিলে আমরা সকলেই তো ঈশ্বরে সমাপ্ত হব একদিন।”

ভিক্টরের আইনজীবী টুইট করে জানান, কলম্বিয়া ক্যালি শহরে চিকিৎসকদের উপস্থিতিতেই স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন ভিক্টর এসকোবার। অন্তিম ভিডিও ফুটেজে দেখা যায়, আত্মীয়দের মাঝখানে হাসিমুখে ভিক্টর। তাঁর মধ্যে কোনওরকম অস্থিরতা দেখা যায়নি। এরপরেই তাঁকে উপস্থিত চিকিৎসক প্রাণঘাতী ইঞ্জেকশন দেন।

কলম্বিয়াই প্রথম দেশ, যারা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিল। সাধারণত আত্মহত্যার তীব্র বিরোধী ক্যাথলিক চার্চগুলি। বস্তুত প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে গেল ভিক্টরের এসকোবরের শেষইচ্ছে বা ইচ্ছেমৃত্যু।

Related articles

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোম মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...

কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং...
Exit mobile version