Wednesday, August 27, 2025

Suicide Update: বকখালির আত্মহত্যাকাণ্ডে ধৃত পাঁচজনের তিনদিনের পুলিশ হেফাজত

Date:

দক্ষিণ ২৪ পরগনার বকখালির (Bakkhali) ঝাউবনে ফেসবুকে লাইভ করে একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সুলতানপুর থেকে পাঁচ মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতেরা সকলেই মৃত নস্কর পরিবারের মেয়ে পুনম দাসের (Punam Das) প্রতিবেশী। তাঁরা সকলেই ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। অভিযোগ, শনিবার তাঁরাও পুনমের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। পুনমের করা এফআইআরের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মারধর, যৌন নিগ্রহ, আত্মহত্যার প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কুলপি থানায় পৃথক একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় এই মহিলাদের নাম আছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ঘটনায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর। যে ব্যাঙ্কে টাকা জমা পড়ার কথা ছিল সেই ব্যাঙ্কের ম্যানেজারকেও তদন্তের জন্য ডাকা হবে।

পুনম দাসের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দশ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। রবিবার, বকখালির জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মঘাতী হয় কুলপির হাঁড়ার বাসিন্দা পুনমির বাবা-‌মা ও ভাই। অভিযোগ, টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল পুনম ও তাঁর বাপেরবাড়ির লোকেদের। যার জেরে আত্মহননের পথ বেছে নেয় পুনমমের পরিবার তিন জন। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ ব্যবস্থা নিতে শুরু করে। ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। অভিযোগ পাওয়া মাত্র পুলিশ পাঁচ মহিলাকে গ্রেফতার করেছে।”

আরও পড়ুন- Abhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version