কেন্দ্রীয় মন্ত্রিসভায় করোনার হানা, আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

করোনার(Coronavirus )তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। গত কয়েকদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন একের পর এক ভিভিআইপি। ভাইরাস এবার ঢুকে পড়ল কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্দরে। করোনা আক্রান্ত হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। সোমবার বিকেলে নিজেই টুইট করে সেই খবর দিয়েছেন।

এদিন টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং লেখেন, “করোনা (Coronavirus) আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।” ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও করোনা থেকে রেহাই পেলেন না দেশের প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন:Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

রাজনাথ সিংয়ের পাশাপাশি এদিন করোনা আক্রান্ত হয়েছেন কারাট দম্পতি। সোমবার নমুনা পরীক্ষায় প্রকাশ কারাট ও বৃন্দা কারাটের করোনা পজিটিভ আসে। দু’জনকেই হায়দরাবাদের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। গত শুক্রবার থেকে হায়দরাবাদ সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক হয়। সেখানে যোগ দিতেই গিয়েছিলেন কারাট দম্পতি। যদিও বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

Previous articleAbhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা
Next articleBangladesh : ওমিক্রন ইস্যুতে ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধ