Monday, August 25, 2025

বৃহস্পতিবার রাজ্য ও কমিশনের রিপোর্ট পাওয়ার পর পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট

Date:

রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ভোট (Corporation Vote 2022) করানো কতটা যুক্তিসম্মত তা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। সেই মামলার শুনানিতে আজ মঙ্গলবার আদালত রাজ্য এবং নির্বাচন কমিশনকে আগামী ১৩ জানুয়ারি ভোট করানো সংক্রান্ত বিষয়টি খোলসা করার নির্দেশ দিয়েছে।

কোন পথে ২২ জানুয়ারির পুরভোট (Municipal Election 2022) স্পষ্ট হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার। কারণ, ওইদিনই হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে করোনা (Covid Situation Bengal) পরিস্থিতিতে কী ভাবে ভোট (Corporation Election) করানোর ভাবনা চিন্তা রয়েছে। রাজ্যের পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানাতে হবে ওইদিন।

আরও পড়ুন- Ipl: আইপিএলে নতুন স্পনসর, জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

ওইদিন রাজ্য সরকারকে জানাতে হবে, যে যে পুর এলাকায় ভোট হচ্ছে সেখানকার সামগ্রিক পরিস্থিতি কেমন। মানে, সংশ্লিষ্ট পুর এলাকার কোথায় কোথায় কত মানুষ করোনা আক্রান্ত, কনটেনমেণ্ট জোন আছে কি না, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে সব কিছুই জানাতে হবে আদালতকে।  এরই পাশাপাশি, নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে, সুষ্ঠু ভাবে ভোট করাতে হলে যে পরিমাণ কর্মী লাগে তা পর্যাপ্ত-সুস্থ অবস্থায় আছে কি না। কমিশনের কত জন কর্মী করোনা আক্রান্ত বা সুস্থ তাও জানাতে হবে কমিশনকে। করোনামুক্ত কর্মীদের সংখ্যা আদালতকে জানাতে হবে কমিশনকে। জানাতে হবে কত জন কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

পুলিশ এবং ভোট কর্মীদের অনেকেই সম্প্রতি অতীতে করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে সুস্থ হয়েছেন। অনেকে এখনও করোনার সঙ্গে এখনও লড়ে চলেছেন। এই পরিস্থিতিতে ভোট করানো যুক্তিসম্মত কি না বা ভোট পিছিয়ে দেওয়া উচিৎ কি না তা নিয়েও এদিন আলোচনা হয়।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version