Thursday, December 4, 2025

সত্য সেলুকাস! করোনা অগ্রাহ্য করা মানুষদের ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষ!

Date:

Share post:

করোনা (Corona) আবহে আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের (Corporation Election) ভোটগ্রহণ। যদিও হাইকোর্টে (Kolkata High Court) এখনও পুরভোটের মামলা ঝুলে। শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু বসে নেই রাজনৈতিক দলগুলি। সবাই নিজেদের মতো করে প্রচার করছে। রাজ্য নির্বাচন কমিশনের (EC) গাইড লাইনে স্পষ্ট জানানো হয়েছে, প্রার্থী সহ ৫ জনের বেশি একসঙ্গে বেরিয়ে প্রচার করতে পারবেন না। কিন্তু কমিশনের সেই গাইডলাইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দলবল নিয়ে আসানসোলে গত দু’দিন ধরে প্রচার করছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ নিজেই বুক ফুলিয়ে সেই ছবি পোস্ট করেছেন। এবং তিনি “গর্ব” করে লিখেছেন, আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের মানুষ কোভিড অগ্রাহ্য করে নাকি বেরিয়ে এসেছে বিজেপি প্রার্থীকে আশির্বাদ করার জন্য। যে সকল মানুষ কবিতা অগ্রাহ্য করে বেরিয়ে এসেছে তাঁদেরকে দিলীপবাবু ধন্যবাদও জানিয়েছেন। যা নিয়ে শুধু সোশ্যাল মিডিয়া নয়, প্রবল সমালোচনা শুরু হয়েছে রাজ্যজুড়ে। দিলীপ ঘোষের মতো একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে কবিতা অগ্রাহ্য করা মানুষদের উৎসাহিত করতে পারেন সেটা ভেবে অবাক হচ্ছেন সকলে। ভোট বড় বালাই, ন্যূনতম দায়িত্ববোধও নেই দিলীপ ঘোষদের?

এখানেই শেষ নয়। আজ, মঙ্গলবার সকালে আসানসোলের ৬৬ নম্বর ওয়ার্ডেও একই ছবি দিলীপ ঘোষের প্রচারে। এখানেও প্রার্থী ও দলবল নিয়ে রাস্তা দিয়ে মালা পড়ে মিছিল করছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি। কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করা দিলীপ ঘোষকে বাধা দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। দিলীপ ঘোষের প্রচারের ভিডিও ফুটেজে প্রচুর লোক দেখা গেলেও তিনি বলেন, এঁরা সবাই নাকি তাঁর নিরাপত্তা কর্মী। পুলিশ প্রচারে বাধা দিলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীরা। এরপর রাস্তায় বসে পড়েন তাঁরা। সত্য সেলুকাস, কী বিচিত্র…!

আরও পড়ুন:পুরভোটের নিরাপত্তা ও সুরক্ষায় ৯ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করবে রাজ্য


spot_img

Related articles

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...