Friday, August 22, 2025

Covid Update:সংক্রমণ কমলেও দেশে বাড়ছে সক্রিয় রোগী,পরিস্থিতি নিয়ে আজই মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক মোদির

Date:

Share post:

স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ। তবে তৃতীয় ঢেউয়ের সংক্রমণের রাশ এখনও টানা যায়নি। তাই সেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেল ৪টের সময় এই বৈঠকে আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Delhi: কড়া পদক্ষেপ নিল দিল্লি, বন্ধ সব বেসরকারি কার্যালয়,বাড়ি থেকেই কাজ করার নির্দেশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টার দেশে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা।

তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৭ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন আট লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখী।

দেশের আক্রান্তদের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০ জন। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন।

পাশপাশি বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্ত চার হাজার ৪৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭১১ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্রই। এ রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১২৪৭ জন। এর পরেই রয়েছে রাজস্থান। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...