Friday, August 29, 2025

EXCLUSIVE: হঠাৎ গজিয়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাবের খামখেয়ালি রিপোর্টে নাজেহাল রোগীরা

Date:

বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলির খামখেয়ালি রিপোর্টের জন্য জীবন সংকটে পড়তে হচ্ছে রোগীদের। এই ঘটনা ঘটেছে হুগলির (Hoogli) কোন্নগর (Konnogar) কানাইপুরে। হুগলির বাসিন্দা সাংবাদিক সুমন করাতি (Suman Karati) এবং তাঁর স্ত্রী প্রিয়া করাতির (Priya Karati) তিনমাসের পুত্র সন্তান প্রিয়াংশুর (Priyanshu) কয়েকদিন ধরে পেটের সমস্যা হচ্ছিল। যার জন্য করাতি দম্পতি তাকে স্থানীয় চিকিসকের কাছে নিয়ে যান। তার স্টুল টেস্ট পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসক। সেইমতো সুমন স্থানীয় দুটি ল্যাবরেটরি থেকে পুত্রের স্টুল টেস্ট করান। কিন্তু দেখা যায় দুটি রিপোর্টের মধ্যে বিস্তর ফারাক। ধন্দে পড়ে যান সুমন। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। ডাক্তারও রিপোর্ট দেখে বিস্মিত।

সুমনের অভিযোগ, এই সমস্ত প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই সমস্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পরীক্ষাগারগুলির আদৌ আধুনিক পরিকাঠামো আছে কি না সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এদের ফলে ভুগতে হচ্ছে রোগীর বাড়ির লোকেদের। এই রিপোর্ট নিয়ে কীভাবে চিকিৎসকরা চিকিৎসা করবেন! যদি কোন ভুল-ভ্রান্তি হয় তখন দোষ গিয়ে পরে তাঁদের উপর। সুমনের আবেদন, এই ধরনের ল্যাবরেটরিকে অনুমোদন দেওয়ার আগে ভালোভাবে অনুসন্ধান করা হোক। না হলে এদের কার্যকলাপের ফলে সমস্ত দোষ হয় সরকারের ও চিকিৎসকদের উপর পড়ব। চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে রোগীদের। এই ঘটনায় সুমন পুলিশে অভিযোগ জানিয়েছেন সুমন। ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।

আরও পড়ুন- বৃহস্পতিবার রাজ্য ও কমিশনের রিপোর্ট পাওয়ার পর পুরভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version