কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযানে নামতেই বেধে গেল গুলির লড়াই। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জইশ জঙ্গি।পাশাপাশি শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। আহত তিন সেনা এবং ২ নাগরিক।আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।
আরও পড়ুন:উত্তরপ্রদেশ নির্বাচন: বিজেপির প্রার্থী বাছাইয়ের বৈঠকে আজ উপস্থিত থাকবেন খোদ মোদি
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার রাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জম্মু কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান, কুলগামের গুলির লড়াই শুরু হয়েছে।গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই সেখানে সেনা তল্লাশি শুরু হয়। সেনা ও পুলিশের উপস্থিতি টের পেতেই শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হন ১ পুলিশকর্মী।
প্রথমে ওই জঙ্গির পরিচয় না জানা গেলেও পরে তার হদিশ পায় কাশ্মীর পুলিশ। তারা জানিয়েছে, ওই জঙ্গি বাবর নামে পরিচিত। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহাম্মদের হয়ে কাজ করত। ২০১৮ সাল থেকে সোপিয়ান এবং কুলগ্রামে একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বাবর। তার কাছ থেকে একটি রাইফেল, পিস্তল এবং দুটি গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও তল্লাশি জারি হয়েছে।
