Monday, August 25, 2025

শিলিগুড়ির উন্নয়নে তৃণমূলের তুরুপের তাস ‘দিদির প্রতিনিধি’

Date:

পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মূল হাতিয়ারই উন্নয়ন। তাই শিলিগুড়ি (Siliguri) সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদের চায় ট্যাগলাইনকে প্রকাশ্যে আনতে চাইছে। দিদির প্রতিনিধিদের চায় এই ট্যাগ লাইনকে সামনে রেখেই রিপোর্ট কার্ডে পেশ করছে তৃণমূল কংগ্রেস।

বাম আমলে অবহেলিত শিলিগুড়িতে গত সাত মাসে প্রাণ ফিরিয়েছে গৌতম দেবরা। বাম আমলে অশোক ভট্টাচার্যদের কাজ করার সুযোগ থাকলেও তেমন উন্নয়নমুখী হননি তারা। তবে সাত মাস প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে থেকে বিল্ডিং প্ল্যান পাশ থেকে শুরু করে ট্রেড লাইসেন্স রিনুয়াল সহ নতুন লাইসেন্স এর সমস্যা সমাধান হয়েছে। এমনকি সাধারণ মানুষের সমস্যা সমাধানে টক চেয়ারম্যান আরও উদ্যোগী হয়েছিলেন গৌতম দেব।

বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও গৌতম দেব যৌথভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি আবেদনপত্র পেশ করেন। আবেদনপত্র মূলত গুরুত্ব পেয়েছে সার্বিক উন্নয়নের লক্ষে শিলিগুড়ি এবার দিদির প্রতিনিধিদের চায় নামক ট্যাগলাইন। এদিন এই প্রসঙ্গে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, শিলিগুড়ি উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আশীর্বাদ করবে সাধারণ মানুষ। কারণ শিলিগুড়ির (Siliguri) উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অন্যদিকে এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, শিলিগুড়ি সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদেরও চাই এই ট্যাগ লাইনকে সামনে রাখা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ শিলিগুড়ি পুরো বোর্ডে বামেরা ক্ষমতায় ছিল। কিন্তু শহরের কোন উন্নয়ন তারা করেনি। অথচ গত ৭ মাস সময় কালে পুরো বোর্ডের যা কাজ হয়েছে তা নাগরিকদের কাছে তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী পরিকল্পনার বিষয়ে নানা বিষয় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেলেই হবে কোভিডমুক্তি, বললেন কুণাল সরকার

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version