Tuesday, August 26, 2025

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত ৷ তবে এর জেরে আজও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত চলবে এই আর্দ্রতা দাপট। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মকরসংক্রান্তিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুন:Makar Sankranti:পৌষ সংক্রান্তি কী? কেনই বা এই তিথিকে পবিত্র হিসেবে মানা হয় জানেন?

কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন আর সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এই দুয়ের প্রভাবেই এই বৃষ্টিপাত হবে বলে জানান হয়েছে।

গত মঙ্গলবার থেকে পৌষমাসে অকাল  বর্ষণের জেরে তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে।তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের তাপমাত্রা বেড়েছে।যার জেরে রাজ্যজুড়ে উধাও শীতের আমেজ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং কাল, শুক্রবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই শুকনো আবহাওয়া ৷ পারদের পতন শুরু হবে ৷ গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা নামতে শুরু করবে শনিবার থেকে ৷

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version