সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন বিশপ ফ্রাঙ্কো

অবশেষে সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় অভিযুক্ত কেরলের(Kerala) বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে (Franco Mulakkal) বেকসুর খালাস করল আদালত। কোট্টায়ামের অতিরিক্ত দায়রা আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় বিশপের বিরুদ্ধে সন্ন্যাসিনী(NUN) যে অভিযোগ এনেছেন তার ভিত্তিতে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আদালতের রায় শোনার পর ফ্রাঙ্কো বলেন, “মহান ঈশ্বরের কৃপা”।

উল্লেখ্য, ২০১৮ সালে বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন কেরলের এক সন্ন্যাসিনী। তার অভিযোগ ছিল, ২০১৪ থেকে ২০১৬-এর মধ্যে ১৩ বার তাঁকে যৌন নির্যাতন করেছিলেন বিশপ। প্রথম ঘটনা ২০১৪ সালের ৫ মে-র। ওই দিন বিশপ ফ্রাঙ্কো বিশেষ কাজে কুরাভিলাঙ্গার কনভেন্টে (Kuravilangad Convent) এসেছিলেন। সেদিন রাতে ওই সন্ন্যাসিনীকে নিজের ঘরে ডাকেন তিনি। এরপরই নাকি সন্ন্যাসিনীর উপর যৌন নির্যাতন চালান। যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেন বিশপ। তিনি জানান এই সব অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানানো। যদিও কার গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন বহু সন্ন্যাসিনী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃত্বরা। এরপর ফ্রাঙ্কোকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নিজের পদ থেকে সরেও দাঁড়ান বিশপ। এই মামলাতেই শুক্রবার বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে নির্দোষ ঘোষণা করল আদালত।

Previous articleTarapith: মুখ্যমন্ত্রীর উদ্যোগ, প্রথমবার তারাপীঠে এসে পৌঁছাল গঙ্গাসাগরের জল
Next articleউপাচার্য নিয়োগ: জোর হোঁচট ধনকড়ের, মোক্ষম জবাব ব্রাত্যর