রেল দুর্ঘটনার উদ্ধারকাজে রাতেই নামল অভিষেকের যুবশক্তি

প্রতিবেদন: রাজ্য ও রেল প্রশাসনের পাশাপাশি উত্তরবঙ্গে দুর্ঘটনাগ্রস্ত রেলযাত্রীদের পাশে দাঁড়াতে নেমে পড়ল বাংলার যুবশক্তি সংগঠন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, আটক সুস্থদের যাতায়াত, খাবার, জল দিতে নেমে পড়েছে পুরো টিম। রাতভর কাজ চলেছে। এ নিয়ে টুইটও করেছেন অভিষেক। আজ শুক্রবার সেখানে যাবার কথা দেবাংশু ভট্টাচার্যর। বাংলার যুবশক্তি ভোটের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উত্তরবঙ্গের প্রায় সব জেলা থেকেই সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। রক্তদানের ব্যবস্থাও হয়েছে।

আরও পড়ুন:Ashwini Vaishnaw: রাতেই হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশে রওনা রেলমন্ত্রীর


Previous articleAccident:রাতের কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত কর্তব্যরত পুলিশ কনস্টেবল
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ