Sunday, November 9, 2025

Mahaswata: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশ্যে ‘মহানন্দা’-র মোশন পোস্টার

Date:

Share post:

লড়াই ছিল তাঁর জীবন। আদিবাসী-প্রান্তিক মানুষ ছিলেন তাঁর হৃদয়ে। আজ সেই বঙ্গবিভূষণ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) ৯৬তম জন্মদিন। এদিন, তাঁকে অন্যভাবে স্মরণ করলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। শুক্রবার, বিকেলেই প্রকাশ্যে এলো তাঁর ছবি ‘মহানন্দা’র (Mahananda) মোশন পোস্টার (Motion Poster)। মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে তৈরি এ ছবির মোশন পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে অরিন্দম লেখেন,

“কখনও তিনি “দ্রৌপদী”, কখনও ” হাজার চুরাশির মা”, কখনও ” অরন্যের অধিকার” নিয়ে লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য তাঁর জীবন আধারিত ছবি ‘মহানন্দা’র মোশন পোস্টার…” ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, বিজন ভট্টাচার্যের ভূমিকায় দেবশঙ্কর হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়কে।

১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন মহাশ্বেতা। তবে, প্রান্তিক-আদিবাসী মানুষের হয়ে লড়াই ছিল মহাশ্বেতা দেবীর জীবনের অন্যতম লক্ষ্য। শুধু তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নই নয়, আদিবাসী ভাষাকে মর্যাদা দেওয়ার বিষয়েও মহাশ্বেতা দেবীর লড়াই অবিস্মরণীয়।

‘মহানন্দা’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই সকলে প্রশংসা করেন অভিনেত্রী এবং পরিচালকের। গার্গী রায়চৌধুরীর (Gargi Raychowdhuri) প্রথম লুক চমকে দিয়েছিল সকলকে। ২০২০-তে ‘মহানন্দা’ ছবির ঘোষণা হয়। কিন্তু কোভিড (Covid) পরিস্থিতিতে শ্যুটিং পিছিয়ে যায়। ২০২১-র এপ্রিলে ছবির কিছু অংশ উত্তর কলকাতার একটি বাড়িতে শ্যুট হয়। বাকি ছবির কাজ হয় বাংলার বিভিন্ন প্রান্তে। ছবির মোশন পোস্টার সামনে আসতেই আগ্রহ বেড়েছে দর্শকদের মনে। কবে বড় পর্দায় দেখা যাবে ছবি তারই অপেক্ষায় তাঁরা।

আরও পড়ুন- ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে পিছড়েবর্গের র্মীর বাড়িতেমধ্যাহ্নভোজ যোগীর!

 

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...