Thursday, August 21, 2025

করোনাকালে ৩১ জানুয়ারি থেকে দু’দফাতেই হবে সংসদের বাজেট অধিবেশন

Date:

দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। এরই মাঝে কেন্দ্রীয় সূত্রে জানা গেল, বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেই ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের আসন্ন বাজেট অধিবেশন(union budget session)। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি(parliamentary ministry committee) সুপারিশ করেছে চলতি বছরের প্রথম পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি এবং তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বে অধিবেশন শুরু হবে ১৪ মার্চ চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

সাম্প্রতিক সময়ে করোনার তৃতীয় ঢেউয়ের(covid third wave) ধাক্কায় বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন পরিচালনা করা রীতিমতো চ্যালেঞ্জিং বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও নিয়ম মেনে দু’দফাতে হতে চলেছে বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক শুরু করে দিয়েছেন। সরকারের তরফে আগামীকাল অর্থাৎ শনিবার বাজেট অধিবেশন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সংসদের অন্দরে পড়েছে বেশ ভালো রকমভাবে। জানা গিয়েছে লোকসভা, রাজ্যসভার সচিবালয় এবং সহযোগী পরিষেবা যুক্ত প্রায় ৪০০ কর্মী করোনা সংক্রামিত। এই পরিস্থিতিতে সংসদের বাজেট অধিবেশন রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version