Sunday, November 9, 2025

পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? মতামত জানতে জনতার দরবারে কেজরিওয়াল

Date:

পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? হাইকম্যান্ড নয়, আম জনতা ঠিক করবে । মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে যখন পাঞ্জাব কংগ্রেসে কোন্দল চরমে পৌঁছেছে, তখন বল রাজ্যের মানুষের কোর্টে পাঠান নভজ্যোত সিং সিধু৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় হাইকম্যান্ড এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও সিধুর প্রস্তাব লুফে নিল আম আদমি পার্টি৷ আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে আপ৷ কিন্তু জনতা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চায়? তা ঠিক করার দায়িত্ব পাঞ্জাবের মানুষের উপরই ছেড়ে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল৷

বৃহস্পতিবার আপের তরফে একটি ফোন নম্বর দিয়ে আমজনতাকে পছন্দের নাম জানাতে বলা হয়৷ সর্বাধিক সুপারিশ করা নামকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে আপ৷ পছন্দের প্রার্থীর নাম জানাতে ৭০৭৪৮৭০৭৪৮ নম্বরে ফোন করতে বলা হয়েছে৷ কেউ চাইলে হোয়াটসঅ্যাপ অথবা এসএমএসও করতে পারেন৷

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভগবন্ত মান৷ কিন্তু আপের পাঞ্জাব ইউনিটের অনেক ভগবন্ত মানকে নিয়ে আপত্তি রয়েছে৷ কেউ কেউ কৃষক ইউনিয়ন নেতা বলবীর সিং রাজেওয়ালের নাম সামনে এনেছেন৷

আরও পড়ুন- Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

ভোটের মুখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে অসন্তোষ, বিক্ষোভ এড়াতে তাই জনতার দরবারে ছুটল আপ৷ অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি তো ভগবন্ত মানকে আমাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঠিক করেছিলাম৷ কিন্তু মান চেয়েছিল, রাজ্যের মানুষ সেটা ঠিক করুক৷ তাই আমরা তিন কোটি মানুষের উপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন ছেড়ে দিলাম৷ ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মতামত জানানো যাবে৷’

আপের দাবি, এই প্রথম মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করতে রাজ্যের মানুষের মতামত চাওয়া হয়েছে৷ নম্বর দিয়ে দেওয়ার পর ফোন উপচে পড়েছে৷ চার ঘণ্টার মধ্যে ২.৮ লক্ষ প্রস্তাব জমা পড়েছে৷

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version