Saturday, August 23, 2025

সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সহযোগী হিসাবে মনে ধরে রাখলাম, শাঁওলি মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

গতকাল বিকেলে ইহলোক ছেড়ে চলে গিয়েছেন নাথবতী অনাথবৎ। তাঁর ইচ্ছাপত্রের কথা মেনেই মৃত্যুর আগে সকলকে জানানো হয়নি, ফুলের ভারে চাপা দেওয়া হয়নি শরীর। বিকেলে নি:শব্দে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জানানো হয় সকলকে। নাট্য জগতের এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ সকলে।
শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে একসঙ্গে রাস্তায় নেমেছিলেন তাঁরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতার সহযোগী হিসেবে যে কয়েকজনকে দেখা গিয়েছিল তাঁদের মধ্যে তিনি একজন। পুরনো কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি রেলমন্ত্রী থাকার সময় তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন। পরে আমরা দায়িত্বে এলে কিছুদিন পর তিনি বাংলা অ্যাকাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়।’

আরও পড়ুন- ট্যাবলো-বিতর্ক: মুখ্যমন্ত্রীর চিঠির পর প্রধানমন্ত্রীকে বাংলার ট্যাবলোয় অনুমতি দেওয়ার অনুরোধ তথাগতর
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘শাঁওলিদির ইচ্ছাক্রমে তাঁর প্রয়াণের খবর আমাকে শেষকৃত্যের পর দেওয়া হয়। আমি কিন্তু কাছের মানুষ হিসাবে তাঁকে মনে ধরে রাখলাম। আমাদের বহুদিনের সহকর্মী এবং সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন।’

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...