Kunal Ghosh: কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা: দিলীপকে কেন একথা বললেন কুণাল!

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

রাজ্য বিজেপির (Bjp) আকচাআকচি এখন প্রকাশ্যে। শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়াই নয়, বিক্ষুব্ধ নেতারা প্রকাশ্যে বৈঠক করে সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার পড়ছে জায়গায় জায়গায়। কিন্তু এই বিষয় নিয়ে তেমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া বার্তা দিতেও তাঁকে শোনা যাচ্ছে না। এই নিয়ে সোমবার, নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বিস্ফোরক অভিযোগ, “দিলীপ ঘোষের ‘কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা।’

উনি রাজ্য বিজেপির বিদ্রোহে মদত দিচ্ছেন, শাসক গোষ্ঠীর বিপাকে পড়া উপভোগ করছেন। আর নজর ঘুরিয়ে বিভ্রান্তি রাখতে কৌশলে তৃণমূলের বিরুদ্ধে ভুলভাল বলছেন। এসব ওঁর ‘মন কি বাত’ নয়। বিজেপির ক্ষমতাসীনদের উত্যক্ত করাটাই ওঁর ‘ মন কি চাহত।'”

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই বিজেপিতে কোণঠাসা দিলীপ ঘোষের লবি। রাজ্য কমিটি গঠনের পর বিদ্রোহ তুঙ্গে উঠেছে। সুকান্ত মজুমদারের থেকেও বেশি বিজেপির (Bjp) সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitabh Chakraborty) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে বিজেপির অন্দরে. রাজনৈতিক মহলের মতে, এই বিষয়টা ভালোই উপভোগ করছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে তৃণমূল বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর সেই বিরুদ্ধাচরণে খুব একটা দম নেই। বিশেষজ্ঞ মহল মনে করছে, শাসকদল নয়, বঙ্গবিজেপির এখনকার ক্ষমতাশালীদের বিরুদ্ধে বিদ্রোহ জিইয়ে রাখাই এখন দিলীপের টার্গেট। রাজনৈতিক মহলের সেই মতই প্রকাশ পেয়েছে কুণাল ঘোষের টুইটে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশ জমজমাট: এবার মুলায়মের পুত্রবধূ অপর্ণা যোগ দিতে চলেছেন বিজেপিতে

Previous articleসিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সহযোগী হিসাবে মনে ধরে রাখলাম, শাঁওলি মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মমতার
Next articleKapil Dev: চিন্তামুক্ত ব‍্যাটিংয়ের জন‍্য টেস্টের নেতৃত্ব ছেড়েছেন কোহলি, বললেন কপিল দেব