সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সহযোগী হিসাবে মনে ধরে রাখলাম, শাঁওলি মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

গতকাল বিকেলে ইহলোক ছেড়ে চলে গিয়েছেন নাথবতী অনাথবৎ। তাঁর ইচ্ছাপত্রের কথা মেনেই মৃত্যুর আগে সকলকে জানানো হয়নি, ফুলের ভারে চাপা দেওয়া হয়নি শরীর। বিকেলে নি:শব্দে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জানানো হয় সকলকে। নাট্য জগতের এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ সকলে।
শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে একসঙ্গে রাস্তায় নেমেছিলেন তাঁরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতার সহযোগী হিসেবে যে কয়েকজনকে দেখা গিয়েছিল তাঁদের মধ্যে তিনি একজন। পুরনো কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি রেলমন্ত্রী থাকার সময় তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন। পরে আমরা দায়িত্বে এলে কিছুদিন পর তিনি বাংলা অ্যাকাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়।’

আরও পড়ুন- ট্যাবলো-বিতর্ক: মুখ্যমন্ত্রীর চিঠির পর প্রধানমন্ত্রীকে বাংলার ট্যাবলোয় অনুমতি দেওয়ার অনুরোধ তথাগতর
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘শাঁওলিদির ইচ্ছাক্রমে তাঁর প্রয়াণের খবর আমাকে শেষকৃত্যের পর দেওয়া হয়। আমি কিন্তু কাছের মানুষ হিসাবে তাঁকে মনে ধরে রাখলাম। আমাদের বহুদিনের সহকর্মী এবং সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন।’

Previous articleবিজেপির সদর দফতরে বিদ্রোহীদের পোস্টার, সরাতে লোক ভাড়া করতে হলো ক্ষমতাসীনদের
Next articleKunal Ghosh: কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা: দিলীপকে কেন একথা বললেন কুণাল!