Monday, August 25, 2025

উত্তরপ্রদেশ জমজমাট: এবার মুলায়মের পুত্রবধূ অপর্ণা যোগ দিতে চলেছেন বিজেপিতে

Date:

ভোটমুখী উত্তরপ্রদেশে(Uttar Pradesh) জমে উঠেছে দলবদলের খেলা। সম্প্রতিক সময়ে ৩ মন্ত্রীসহ একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। এবার ঘটতে চলেছে উলটপুরান। মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ এবার পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। উত্তরপ্রদেশে একের পর এক দলত্যাগের মধ্যেই নয়া ইনিংস বিজেপির।

সূত্রের খবর, সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেবেন সমাজবাদী পার্টির মার্গদর্শক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব(Aparna Yadav)। প্রসঙ্গত, অপর্ণা যাদব বরাবরই সমাজবাদী পার্টির অস্বস্তির কারণ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে হেরে যান।

আরও পড়ুন:বিজেপিতে ভাঙন, তৈরি নতুন মঞ্চ, পোস্টার-ব্যানারে ছয়লাপ

এরপর থেকেই সমাজবাদী পার্টির সঙ্গে ‘ছোটি বহু’র দূরত্ব বাড়তে থাকে। এনআরসি, রাম মন্দির ইস্যুতে বিজেপিকে সমর্থন করেন অপর্ণা। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন তিনি বারবার । ২০২২ ভোটের আগে তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা ছিলই। সূত্রের খবর, এই সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সপা ছেড়ে বিজেপিতেই নাম লেখাতে চলেছেন অপর্ণা।

অন্যদিকে, আজ রবিবার অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে (Samajwadi Party)যোগ দিয়েছেন দারা সিং চৌহান। সব মিলিয়ে তিনজন মন্ত্রী সহ প্রায় এক ডজন বিজেপি বিধায়ক নির্বাচনের আগেই দল ত্যাগ করেছেন। ইতিমধ্যেই আপনা দলের বিধায়ক আর কে ভার্মা, যার দল কিনা বিজেপির সাথে জোটবদ্ধ, তিনিও রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। ফলত ভাঙা গড়ার রাজনীতিতে এই মুহূর্তে শিরোনামে উত্তরপ্রদেশের নির্বাচন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version