Tuesday, November 11, 2025

Jamtara Gang: KYC-র নাম করে প্রতারণা! পর্দা ফাঁস জামতড়া গ্যাংয়ের

Date:

KYC-এর নাম করে ফোন। আর সেই ফোনেই লুকিয়ে থাকছে প্রতারণার ফাঁদ। নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব সমস্ত টাকা। শহরে ফের সক্রিয় জামতড়া গ্যাং। আর এই গ্যাং এর সদস্যদের পর্দাফাঁস করলেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত।

খাল কেটে কুমির আনা, এই প্রবাদটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এবার নিজেদে বিপদ নিজেরাই ডেকে আনলেন জামতড়া গ্যাংয়ের সদস্যরা। জালিয়াতি করার লিস্টে গ্যাংয়ের সদস্যরা নাম রেখেছিল সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের। আর তাতেই কাল কল। জালিয়াতি করতে গিয়ে গিয়ে ফাঁসলেন ওই গ্যাংয়ের সদস্য।

ঠিক কী ফাঁদ পেতেছিল জামতড়া গ্যাং?

মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার নাম করে সাইবার বিশেষজ্ঞ এবং এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্তের কাছে একটি ফোন আসে। সিম কার্ডের KYC আপডেটের জন্য তাকে “টিম ভিউয়ার কুইক সাপোর্ট” নামে একটি অ্যাপ্লিকেশন ফোনে ইন্সটল করতে বলেন ফোনের অপরপ্রান্তের থাকা ব্যক্তি। প্রসঙ্গত, এই ধরনের টিম ভিউয়ার কুইক সাপোর্ট বা এনি ডেস্ক অ্যাপ্লিকেশনগুলি এক ধরনের রিমোট এক্সেস ডেক্সটপ অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনার ফোনের সমস্ত ডেটা ব্যবহার করতে পারবে প্রতারকরা। এর মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা।

কীভাবে প্রতারণার হাত থেকে বাঁচা যাবে?

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত এ বিষয়ে বলেন, যখনই কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসবে সিমের আপডেট, ক্রেডিট বা ডেবিট কার্ডের আপডেট কিংবা কোনো প্রকার লাইফ ইন্সরেন্স সার্ভিসের ব্যাপারে তখনই সচেতন হওয়া উচিত। যদি ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি এই ধরনের রিমোট এক্সেস সফটওয়্যার গুলি ফোনে ইন্সটল করার কথা বলেন তখনই মনে করতে হবে সামনে ফাঁদ পাতা হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো দরকার। সাথেই ফোনের ডাটা অফ করে দেওয়া উচিত। এতে যে লিঙ্কটি ক্রিয়েট হবে তা ইন্টারনেটের অভাবে নষ্ট হয়ে যাবে।

এদিন জামতাড়া গ্যাং এর ওই সদস্য যখন বুঝতে পারেন যে তিনি নিজের ফাঁদেই নিজে আটকে গেছেন তখন অকথ্য ভাষায় গালিগালাজ করেন সন্দীপ সেনগুপ্তকে। এই বিষয়টি নিয়ে যদিও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন- Novak Djokovic: স্পেনে ঢুকতে গেলে নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে জোকারকে, জানিয়ে দিল সে দেশের সরকার

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version