Monday, August 11, 2025

Andhra Pradesh পশুবলি দিতে গিয়ে যুবকের গলায় কোপ, রক্তাক্ত হলো মন্দির নরহত্যায়! 

Date:

Share post:

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হলো না ঘরে। মন্দির চত্বরে রক্তাক্ত হলো যুবক।পশুবলির (Animal Sacrifice) পরিবর্তে যুবকের গলায় ধারালো অস্ত্রের কোপ। মৃত যুবকের নাম সুরেশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) চিত্তোর জেলার বলসাপল্লের(Valasapalle) য়েল্লম্মা মন্দিরের এই ঘটনায় ইতিমধ্যেই ‘চেলাপথি’ নামের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে, তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। সংক্রান্তির পুজোর দিন পশুবলির (Animal Sacrifice) সময় ঘটে যাওয়া এই ঘটনার জেরে চারিদিকে শোরগোল পড়ে যায়।

আরো পড়ুন : ডালাসে রেকর্ড করল স্পাইডারম্যানের একটি পাতা, দর উঠল ২৪ কোটি !

সংবাদ সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার বলসাপল্লের(Valasapalle) য়েল্লম্মা মন্দিরে সংক্রান্তির (Sankranti) পুজো চলছিল। প্রতি বছর এই পূজো কে কেন্দ্র করে পশুবলি দেওয়া হয়। সেই মত মন্দিরেই পশুটিকে এনে রাখা হয়। মন্দিরে উপস্থিত ব্যক্তিদের কথায় জানা যায় যে, সেই সময় অভিযুক্ত চেলাপথি নেশাগ্রস্ত ছিলো।সুরেশ নামের এক যুবককে সে পশুটিকে ধরার জন্য বলে। এরপরই সেই মারাত্মক ঘটনা! পশু বলির বদলে চেলাপথি ধারাল অস্ত্রের কোপ মারে সুরেশের গলায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন সুরেশ।রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি।

এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।তদন্তে নেমে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা। এতদিন ধরে এভাবে পশুবলির ঘটনা ঘটে চলেছে অথচ এ বিষয়ে কোনও খবর নেই প্রশাসনের কাছে! পুলিশের দিকে আঙুল তুলছেন এলাকার মানুষ।

যদিও বলসাপল্লের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় তদন্ত করে দোষী কে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

spot_img

Related articles

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন 'কুঁড়েঘর'-এ শেষ...

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...