Monday, November 3, 2025

শিল্পক্ষেত্রে দাদাগিরি বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পর হলদিয়ায় গ্রেফতার INTTUC-র দুই শীর্ষ নেতা

Date:

কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে হলদিয়ার(Haldia) এক্সাইড কারখানায়(Exide factory) গ্রেফতার(Arrest) করা হল তৃণমূলের(TMC) শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতাকে। ধৃতরা হলেন, আইএনটিটিইউসি-র(INTTUC) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফে ওই দুই নেতাকে গ্রেফতারের পর ভবিষ্যতে এই ধরনের বিক্ষোভের ঘটনা যাতে না ঘটে তার জন্য গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন, শিল্পক্ষেত্রে কোনরকম দাদাগিরি বরদাস্ত করবেন না তিনি। রং না দেখেই সরকার ব্যবস্থা নেবে, এই পদক্ষেপের মাধ্যমে শিল্প মহলের পাশাপাশি দলের নেতাদেরও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় ওই দুইজন আইএনটিটিইউসি-র শীর্ষ নেতা।

আরও পড়ুন:Abhisekh Banerjee: কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ফেসবুক পোস্ট অভিষেকের

এই গ্রেফতারের পর তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তাই এই গ্রেপ্তারি শাসক দলের তরফে কড়া বার্তা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রেক্ষিতে মলয় ঘটক পরে জানিয়েছেন, ‘শিল্পবান্ধব পরিবেশ নষ্ট করা যাবে না, মুখ্যমন্ত্রী এটাই চান৷ সেটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে৷’ অভিযুক্ত দুই নেতা তাপস মাইতি এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে৷ পাশাপাশি, আইএনটিটিইউসি থেকে স্পেশ্যাল অবজার্ভার পদটিও তুলে দেওয়া হয়েছে।

Related articles

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...
Exit mobile version