Wednesday, December 17, 2025

Arunachal Pradesh:সীমা অতিক্রম করে ভারতীয় কিশোরকে অপহরণ, অপহৃতকে ফেরাতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

সাহস বাড়ছে চিনা সেনার। অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে ১৭ বছরের এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে চিনা সেনার বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ করেন সে রাজ্যের সাংসদ তাপির গায়ো। এরপরই ওই কিশোরকে দেশে ফেরাতে তৎপর হয় ভারতীয় সেনা। জানা গিয়েছে,অরুণাচলের কিশোরকে দেশে ফেরাতে চিনের সঙ্গে হটলাইন স্থাপন করে আলোচনার শুরু করা হয় ভারতীয় সেনার তরফে।

আরও পড়ুন:India Team: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, আয়ারল্যান্ডকে হারাল ১৭৪ রানে

একটি টুইট করে সাংসদ তাপির গায়ো লেখেন, মিরাম তারন নামে এক কিশোরকে মঙ্গলবার অপহরণ করা হয়েছে। তাপির অভিযোগ, জিডো গ্রামের ওই দু’জন স্থানীয় শিকারিকে অরুণাচল প্রদেশের সাংপো নদীর তীর থেকে আটক করে চিনা সেনা। সিয়াং জেলার সিয়ুংগলা এলাকার মধ্যে বিশিং গ্রাম৷ এর অন্তর্গত লুংগটা জোর এলাকার মধ্যে ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই নাবালককে৷ ১৮ জানুয়ারি এই ঘটনা ঘটেছে৷ ২০১৮ সালে এই লুংগটা জোর এলাকায় চিন ৩ থেকে ৪ কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলেছে৷ টুইটে সাংসদ নিজেই ছেলেটির দুটি ছবি দিয়ে কেন্দ্রের কাছে ওই বালকের দ্রুত মুক্তির আবেদন জানান তিনি।


জানা গিয়েছে, মিরাম তারন  নামের ওই ১৭ বছরের কিশোর মঙ্গলবার তার এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাঁকে অপহরণ করে। মিরামের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য চিনা সেনার হাত থেকে রক্ষা পায়। সেই এসে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়। বুধবার রাতে স্থানীয় সাংসদ তাপির গায়ো একের পর এক টুইট করে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন। পাশাপাশি অনুরোধ করেন, দ্রুত ভারতীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে মিরাম তারনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন গাঁও।

উল্লেখ্য, এর আগেও অরুণাচল প্রদেশ থেকে ভারতীয়দের অপহরণের অভিযোগ উঠেছিল লাল ফৌজের বিরুদ্ধে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলা থেকে ৫ যুবককে অপহরণ করে নেয় চিনের পিপলস লিবারেশন আর্মি। এক সপ্তাহ বাদে ওই অপহৃত যুবকদের ছেড়ে দেওয়া হয়।

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...