Wednesday, November 5, 2025

অরুণাচলের যুবককে অপহরণ লাল সেনার, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

Date:

Share post:

অরুণাচলের এক কিশোরকে চিনের লাল সেনা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ১৭ বছরের ওই কিশোর অরুণাচলের সিয়াং জেলার বাসিন্দা। চিনের লাল ফৌজ ওই কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিজেপি সাংসদ তাপির গায়ো।

অরুণাচলের সিয়াং জেলার গ্রাম থেকে ১৭ বছরের এক কিশোরকে চিনের লাল সেনা তুলে নিয়ে গেছে এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিজেপি সাংসদ। উল্লেখ্য, চিনের বিরুদ্ধে এর আগেও অরুণাচলের পাঁচজন যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে  রাজনৈতিক মহলে তুলকালাম চলছে। এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেছেন, সব কিছু জেনেও প্রধানমন্ত্রী কেন এখনও নীরব হয়ে রয়েছেন?

অন্যদিকে, ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সঙ্গে কথা বলছে ভারতীয় বাহিনী। জানা গিয়েছে, জিডো গ্রামের দুই স্থানীয় শিকারিকে অপহরণ করে চিনা সেনারা। মিরাম তারো নামে এক কিশোর গুল্ম জাতীয় উদ্ভিদ কুড়োতে এসেছিল। তখনই তাকে তুলে নিয়ে যায় চিনের সেনারা। রাজ্যের বিজেপি সাংসদের অভিযোগ, মিরামকে আটকে রাখা হয়েছে। তাঁর এক বন্ধু চিনাদের হাত থেকে পালিয়ে এসেছে।

উল্লেখ্য, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন ও ভারতীয় বাহিনীর সংঘাতের মধ্যেই একের পর এক এরকম অপহরণের ঘটনা ঘটে চলেছে। যা নিয়ে ওই এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত লাগোয়া এলাকায় অরুণাচলের যুবকরা গুল্ম জাতীয় উদ্ভিদ সংগ্রহ করতে আসে। শিকার ধরতে যায় তারা। আন্তর্জাতিক বাজারে ওই গাছ চড়া দামে বিক্রি হয়।

অন্যদিকে, জঙ্গলে সীমান্ত নির্দিষ্ট করা থাকে না। সেই কারণে সম্ভবত তাঁরা চিনা বাহিনীর মুখোমুখি হয়ে যায়। তখনই ওই যুবকদের অপহরণ করে নিয়ে যায় লাল ফৌজ। পূর্ব লাদাখে ভারতের শক্তির সঙ্গে পেরে উঠছে না চিনা বাহিনী। সেই কারণেই অরুণাচলের কিশোরদের অপহরণ করে ভারতীয় বাহিনীর চাপ বাড়াতে চাইছে বলেই মনে করছেন চিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...