স্ট্রেট ব্যাটে অভিষেক, উড়িয়ে দিলেন কল্যাণ-বিতর্ক

অভিষেক এদিন যে পরিণত দক্ষতায় যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন, তাতে এই বিরোধ নিয়ে অতিআগ্রহী বিরোধী দলগুলি বা মিডিয়ার একাংশের মাথায় হাত পড়েছে।

যাবতীয় বিতর্ক উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোয়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর সাফ কথা,” কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছেন? উনি বলেছেন মমতাদি তাঁর নেত্রী। বাকিদের মানেন না। আমারও নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই। বাকিদের মানি না। তাহলে বিরোধ কোথায়? দলে গণতন্ত্র আছে। কেউ নিজের কথা বলতেই পারেন।” অভিষেক এখানেই থামেননি। তাঁর বিরুদ্ধে কল্যাণ যে আক্রমণ করেছেন, সে প্রসঙ্গ স্ট্রেট ব্যাটে উড়িয়ে আরেক তত্ত্ব খাড়া করেছেন অভিষেক। তাঁর যুক্তি, এর থেকে প্রমাণ হয় তৃণমূলে কংগ্রেসের মত কোনো হাইকমান্ড কালচার নেই। বস্তুত অভিষেক এদিন যে পরিণত দক্ষতায় যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন, তাতে এই বিরোধ নিয়ে অতিআগ্রহী বিরোধী দলগুলি বা মিডিয়ার একাংশের মাথায় হাত পড়েছে।

আরও পড়ুন: পুরভোটের আগে ভাঙনের মুখে গেরুয়াশিবির, তৃণমূলে যোগ খড়গপুরের যুব মোর্চা নেতার

Previous articleপুরভোটের আগে ভাঙনের মুখে গেরুয়াশিবির, তৃণমূলে যোগ খড়গপুরের যুব মোর্চা নেতার
Next articleAbhishek Banerjee: কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে ভোট দেওয়া: গোয়ায় বিস্ফোরক অভিষেক