সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঠিক কী কারণে ওই ব্যক্তি শুক্রবার এমন ঘটনা ঘটালেন ওই ব্যক্তি সেই বিষয়টি জানার চেষ্টা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রাজভর গুপ্তা।তিনি নয়ডার বাসিন্দা। শুক্রবার হঠাৎই বছর ৫০-এর রাজভর সুপ্রিম কোর্টের নতুন ভবনের ১ নম্বর গেটের সামনে নিজের গায়ে আগুন লাগান। ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত আগুন নিভিয়ে দেয়।

আরও পড়ুন- “৩ মাসের মধ্যে চালু হবে টালা ব্রিজ”, পরিদর্শনের পর ঘোষণা পূর্তমন্ত্রী মলয় ঘটকের

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রসঙ্গত, এর আগেও সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি।