Sunday, August 24, 2025

দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

Date:

Share post:

বঙ্গ দখলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া বিজেপিকে(BJP) একা তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নাস্তানাবুদ করেছিলেন তা দেখেছে গোটা দেশ। ফলে বাংলায় বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ওপর দেশবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকখানি। বিজেপি শাসনে ক্ষুব্ধ দেশবাসী চাইছেন এবার কেন্দ্রে ‘মোদি হটাও’ লড়াইয়ে নেতৃত্ব দিক বাংলার মুখ্যমন্ত্রী(chief minister)। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশিত হল সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষায়(mood of the nation survey)।

কংগ্রেস মানতে না চাইলেও তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছে এই মুহূর্তে বিজেপি বিরোধী মুখ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের এই দাবি প্রতিষ্ঠিত হল শুক্রবার প্রকাশ্যে আসা ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষাতে। প্রকাশিত সমীক্ষায় দেশের জনপ্রিয় নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে এলেও, তার জনপ্রিয়তা আগের চেয়ে কমে গিয়েছে অনেকখানি। আগে যে সংখ্যাটা ৭৮ শতাংশ ছিল বর্তমানে সমীক্ষাতে অংশ নেওয়া ৬৩ শতাংশ মানুষ মোদিকে পছন্দ করছেন। তবে এবার সমীক্ষার সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল বিরোধী মুখ। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের অধিকাংশই বিরোধী মুখ হিসেবে এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমীক্ষায় অংশ নেওয়া ১৭ শতাংশ মানুষ মনে করছেন মোদিকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বলার অপেক্ষা রাখে না বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ‘নাকের জলে চোখের জলে’ করার পর দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মানুষের মনে ভরসা জেগেছে বিজেপিকে টক্কর যদি কেউ দিতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:দলীয় কোন্দলে জর্জরিত বিজেপি, ‘বিক্ষুব্ধ’ শান্তনুদের কড়া বার্তা দিলীপের

মমতার ঠিক পর বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমীক্ষা অংশ নেওয়া মানুষের কাছে দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম। কেজরিওয়ালের পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষের মাত্র ১১ শতাংশ তাঁকে চাইছেন জোটের মুখ হিসেবে। দেশজুড়ে ক্রমাগত ব্যর্থতার নজির তৈরি করা কংগ্রেসের উপর মানুষের ভরসা যে ক্রমশ উঠে যাচ্ছে এই সমীক্ষার ফলাফল সেটাই তুলে ধরছে।

তবে শুধু বিরোধী জোটের মুখ নয়, এই সমীক্ষার রিপোর্টৈ উঠে এসেছে মুখ্যমন্ত্রী হিসেবেও উদ্দেশ্যের মধ্যে অন্যতম জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওড়িশার নবীন পট্টনায়েক। নিজে রাজ্যে তাঁর জনপ্রিয়তা ৭১ শতাংশ। তা ঠিক পর দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্যে মমতার জনপ্রিয়তা ৬৯.৯ শতাংশ। তৃতীয় স্থানে আছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তবে অদ্ভুতভাবে জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম ৬টি স্থানে কোনও বিজেপি মুখ্যমন্ত্রীর নাম নেই।

spot_img

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...