Friday, December 26, 2025

প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে মেয়ের ধর্ষককে গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে আদালতের গেটের সামনে মেয়ের ধর্ষককে (Daughter’s Rapist) গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের (Retired BSF Jawan)। তাঁর নাবালিকা মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতেই ওই যুবককে হত্যা করেন বলে খবর। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

ইতিমধ্যেই ধর্ষিতার বাবা এবং দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে। এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন উঠছে, কীভাবে কেউ অস্ত্র নিয়ে আদালত চত্বরে প্রবেশ করে।

আরও পড়ুন-আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের (Bihar) মুজফফরপুরের (Mujaffarpur) বাসিন্দা। ২ মাস আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি। তারপরই আদালত চত্বরে বিএসএফের প্রাক্তন জওয়ান তাকে গুলি করে খুন করেন।

এডিজি, গোরক্ষপুর জোন, অখিল কুমার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, এই ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দেন আইনজীবীদের। সতর্কতা হিসেবে আদালতের বাইরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বিএসএফের প্রাক্তন জওয়ান ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ধর্ষিতাকে। তার পরই দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। দু’মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...