দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে টেস্ট হারের পরই ভারতীয় ( India) টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ( Virat Kohli)। এরপরই ক্রিকেট মহলে বড় প্রশ্ন ভারতীয় দলে টেস্ট অধিনায়ক কে হবেন? একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর ( Sunil Gavaskar) জানিয়ে ছিলেন ভারতীয় টেস্ট দলের নেতা হিসাবে তাঁর পছন্দ ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) আবার টেস্ট দলের নেতা হিসাবে পছন্দ রোহিত শর্মাকে (Rohit Sharma)। এদিন টুইটারে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

টুইটারে এদিন তাঁকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে বলেছিলেন আজহারউদ্দিন। আর সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় টেস্ট অধিনায়ক কে হবেন? সেই উত্তরে আজহার লেখেন, “আমার রোহিত এবং লোকেশ রাহুল, দু’জনকেই পছন্দ। এদের মধ্যে কাউকে বেছে নেওয়া উচিত। পন্থ এখনই নয়। রোহিত এবং রাহুল দারুণ ক্রিকেটার। রোহিতের খেলা দেখতে ভাল লাগে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভাল অধিনায়কত্ব করেছে ও। আমার মনে হয় নেতা হওয়ার দৌড়ে ওই আছে। আর যদি রোহিত নেতৃত্ব দিতে অস্বীকার করে তবে ঋষভ পন্থের কথা ভাবা উচিত।”

Ask me a question if you need cricketing advise. Happy to answer today. #AskAzhar #Saturday
— Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2022
আরও পড়ুন:Kl Rahul: ‘হারই ভারতের কাছে একটা বড় শিক্ষা’, যা ঘুরে দাঁড়াতে সাহায্য করবে,’ বললেন রাহুল