Monday, August 25, 2025

ফের অস্বস্তির মুখে গেরুয়া শিবির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর থেকে বেশ অস্বস্তিতে রয়েছে বিজেপি। শুধু তাই নয় এই দুই বিজেপি নেতাকে শোকজ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার এই দুই নেতাকে  শোকজ চিঠি পাঠায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় সেই চিঠিতে উল্লেখ করা হয়নি।জানা গিয়েছে,  শোকজের চিঠি পাওয়ার পর জে পি নাড্ডা ও অমিত শাহকে দুই বিজেপি নেতাই চিঠি পাঠিয়েছেন।বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।

সূত্রের খবর, ২ ফেব্রুয়ারি তাঁরা দিল্লি (Delhi)যাবেন। এই দুই ‘বিক্ষুব্ধ’ নেতা ছাড়াও  কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের মণ্ডল সভাপতিদের একাংশও দেখা করতে পারেন। অন্যদিকে শোকজ নোটিশ হাতে পাওয়ার পর জয়প্রকাশ মজুমদার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে  যান। সেখানে ‘বিক্ষুব্ধ’ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।এই পরিস্থিতিতে জয়প্রকাশ-সহ সমস্ত বিক্ষুব্ধ নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শান্তনু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতেশ তিওয়ারি ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, দলীয় নেতৃত্বই শোকজের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে শৃঙ্খলা ভেঙেছে। তাঁদের কোনও সার্টিফিকেট আমার দরকার নেই। আমি ৩২ বছর ধরে দল করছি। নানা উত্থানপতন হৃদয় দিয়ে অনুভব করেছি। দলের কাজ অন্যদের কাছে শিখব না।

রাজ্য কমিটির শোকজ নোটিশের জবাব না দিয়ে বিক্ষুব্ধ নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। পাশাপাশি শাহ-নাড্ডা বিক্ষুদ্ধ নেতাদের আবেদনে আদৌ সাড়া দেবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির একাংশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version