Saturday, August 23, 2025

Prashant Kishor: ২০২৪-এ কি বিজেপি ক্ষমতায় থাকবে? সম্ভাবনা উড়িয়ে কী বললেন পিকে?

Date:

শাসক-বিরোধী সব দলেরই পাখির চোখ এখন ২০২৪-এর লোকসভা নির্বাচন। শাসক-বিরোধীরা নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। চলছে রাজনৈতিক ভবিষ্যৎবাণী। এর মধ্যেই বোমা ফাটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ২০২৪-এ ক্ষমতায় থাকতে পারবে না বিজেপি (Bjp)। তবে, তার সঙ্গে কিছু শর্ত জুড়ে দেন তিনি। তাঁর মতে, বিজেপির মোকাবিলায় একটি শক্তিশালী ফ্রন্ট (Front) গঠন করা অত্যন্ত জরুরি।

এই প্রসঙ্গে পিকে বলেন, বাংলা, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কেরালা যখন গেরুয়া ঝড় উঠেছে বলে দাবি করা হয়, তখনও ২০০-র মধ্যে কমবেশি 50টি আসন পেয়েছে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের ভরাডুবি হয়েছে।

বিজেপির ‘অন্ধ হিন্দুত্ববাদ’ এবং “অতিজাতীয়তাবাদ” মিলে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। বিরোধী জোটকে একটি তথাকথিত “মহাজোট” না করে এগুলির ঊর্ধ্বে উঠে নিজেদের নীতি ঠিক করতে হবে। “বিহার 2015 সাল থেকে একটিও ‘মহাজোট’ সফল হয়নি”। শুধুমাত্র দল এবং নেতাদের একত্র হওয়াই যথেষ্ট হবে না। তাঁদের মানসিকতা এবং ব্যবহারিক আচরণেও সমতা থাকতে হবে।

প্রশান্ত কিশোর যোগ করেন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের একেবারেই আলাদা। বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে। কিন্তু তার মানে এই নয় যে, ২০২৪-এ তারা ক্ষমতায় থাকবে। এর আগে ২০১২-এর উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ড-মণিপুরে কংগ্রেস, পাঞ্জাবে অকালিদল ক্ষমতায় আসে। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারেই উল্টো।

নিজের অবস্থান ব্যাখ্যা করে পিকে বলেন, “আমার জীবনের লক্ষ্য একজন ব্যক্তি বা দলকে পরাজিত করা নয়। আমি মনে করি যে আমাদের দেশে, শক্তিশালী বিরোধী দল দরকার। আমি ব্যক্তিগতভাবে এই বিরোধী মতাদর্শের সঙ্গে বেশি সহমত।”

আরও পড়ুন- বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version