Tuesday, August 26, 2025

Prashant Kishor: ২০২৪-এ কি বিজেপি ক্ষমতায় থাকবে? সম্ভাবনা উড়িয়ে কী বললেন পিকে?

Date:

শাসক-বিরোধী সব দলেরই পাখির চোখ এখন ২০২৪-এর লোকসভা নির্বাচন। শাসক-বিরোধীরা নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। চলছে রাজনৈতিক ভবিষ্যৎবাণী। এর মধ্যেই বোমা ফাটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ২০২৪-এ ক্ষমতায় থাকতে পারবে না বিজেপি (Bjp)। তবে, তার সঙ্গে কিছু শর্ত জুড়ে দেন তিনি। তাঁর মতে, বিজেপির মোকাবিলায় একটি শক্তিশালী ফ্রন্ট (Front) গঠন করা অত্যন্ত জরুরি।

এই প্রসঙ্গে পিকে বলেন, বাংলা, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কেরালা যখন গেরুয়া ঝড় উঠেছে বলে দাবি করা হয়, তখনও ২০০-র মধ্যে কমবেশি 50টি আসন পেয়েছে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের ভরাডুবি হয়েছে।

বিজেপির ‘অন্ধ হিন্দুত্ববাদ’ এবং “অতিজাতীয়তাবাদ” মিলে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। বিরোধী জোটকে একটি তথাকথিত “মহাজোট” না করে এগুলির ঊর্ধ্বে উঠে নিজেদের নীতি ঠিক করতে হবে। “বিহার 2015 সাল থেকে একটিও ‘মহাজোট’ সফল হয়নি”। শুধুমাত্র দল এবং নেতাদের একত্র হওয়াই যথেষ্ট হবে না। তাঁদের মানসিকতা এবং ব্যবহারিক আচরণেও সমতা থাকতে হবে।

প্রশান্ত কিশোর যোগ করেন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের একেবারেই আলাদা। বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে। কিন্তু তার মানে এই নয় যে, ২০২৪-এ তারা ক্ষমতায় থাকবে। এর আগে ২০১২-এর উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ড-মণিপুরে কংগ্রেস, পাঞ্জাবে অকালিদল ক্ষমতায় আসে। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারেই উল্টো।

নিজের অবস্থান ব্যাখ্যা করে পিকে বলেন, “আমার জীবনের লক্ষ্য একজন ব্যক্তি বা দলকে পরাজিত করা নয়। আমি মনে করি যে আমাদের দেশে, শক্তিশালী বিরোধী দল দরকার। আমি ব্যক্তিগতভাবে এই বিরোধী মতাদর্শের সঙ্গে বেশি সহমত।”

আরও পড়ুন- বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version