Thursday, August 21, 2025

Lalgarh:ভিজে মাটিতে পায়ের ছাপ মিলতেই ‘দক্ষিণরায়ের’ আতঙ্কে ভুগছে লালগড়বাসী

Date:

এবার লালগড়ে বাঘের আতঙ্ক! চারিদিকে পায়ের ছাপ। তবে সেই ছাপ বাঘেরই কিনা তা নিয়ে নিশ্চিত নয় কেউই। গ্রামবাসীরা জানিয়েছেন, এলাকায় মাঝেমধ্যেই উধাও হচ্ছে গবাদি পশু। কখনও কখনও জঙ্গলে মিলছে আধখাওয়া পশুর দেহ। আর তাতেই গ্রামবাসীদের দাবি, এলাকায় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণরায়। যদিও বনদফতরের দাবি, বাঘ নয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে নেকড়ে বাঘ।

আরও পড়ুন:Purulia:ছেলেকে খুন করে আত্মঘাতী প্রাক্তন মাওবাদী, আটক স্ত্রী

গত পাঁচদিন ধরেই লালগড়ে এই পায়ের ছাপের দেখা মিলেছে। প্রথমে নদীর পাড়ে পায়ের ছাপ মেলে। এরপর থেকে কখনও কুমিড়পাতা, লক্ষণপুর, কন্যাবালি-সহ একাধিক গ্রামেই এই ছাপের দেখা মিলেছে। শুক্রবার লালগড়ের কন্যাবালি গ্রামে ছাগলের মৃতদেহ উদ্ধার হয়। দু’টি বড় জন্তুও দেখা যায় বলেই দাবি গ্রামবাসীদের। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার কুমিরপাতা জঙ্গলে গবাদি পশুর হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়।স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। এই পরিস্থিতিতে গৃহবন্দি গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে বনদফতর ব্যবস্থা নিক। জঙ্গলে খাঁচা পাতার দাবিও জানিয়েছেন তারা। বনদফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামে বাঘ নয় নেকড়ে বাঘই ঘোরাফেরা করছে বলে জানানো হয়েছে।

এর আগে দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক বাঘ লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বনদফতরের চেষ্টায় একের পর এক বাঘকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। এবার লালগড়ে বাঘের আতঙ্ক কবে কাটবে সেটাই দেখার।

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version