Thursday, December 25, 2025

Sc EastBengal: ডার্বির আগে হায়দরাবাদ এফসির কাছে ৪-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

শেষ ম‍্যাচে জয় পেলেও, সোমবার হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে জয় পেল না এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। এদিন হায়দরাবাদের কাছে ৪-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। মারিও রিভেরা কোচ হয়ে আসার পর লিগে শেষ ম‍্যাচে প্রথম জয় দেখেছিল লাল হলুদ ব্রিগেড। ভাঙাচোরা দল নিয়ে জেতার পর সবাই যেন ভেবেছিল এই জয়রথ চলতে থাকবে। কিন্তু হায়দরাবাদ ম্যাচে শোচনীয় হারের সম্মুখীন হল তারা। হায়দরাবাদের হয়ে হ‍্যাটট্রিক ওগবেচের।

২৯ জানুয়ারি লেগের দ্বিতীয় ডার্বি। তার আগে হায়দরাবাদ এফসির কাছে ৪-০ গোলে হারল মারিও রিভেরার দল। ম‍্যাচে এদিন সুপার ফ্লপ লাল-হলুদের রক্ষনভাগ। ম্যাচে শুরু থেকে হায়দরাবাদের চাপের সামনে রীতিমত থতমত খেতে শুরু করে লাল হলুদ রক্ষণভাগ। যার ফলে ম‍্যাচের ২১ মিনিটে প্রথম গোল হজম করে ইস্টবেঙ্গল। গোল করে হায়দরাবাদকে ১-০ ওগবেচে। অরিন্দমের কিপিং এর দোষে প্রথম গোল খায় ইস্টবেঙ্গল। এরপর ম‍্যাচের ৪৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। হায়দরাবাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই ওগবেচে। তার এক মিনিটের ব‍্যবধানে আবার গোল করে হায়দরাবাদ। ম‍্যাচের ৪৫ মিনিটে হায়দরাবাদের হয়ে তৃতীয় গোলটি করেন অনিকেত যাদব। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে  ৩-০।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে হায়দরাবাদ। যার ফলে ম‍্যাচের ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে শটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ওগবেচে। এরপর ম‍্যাচের ৮৪ মিনিটের মাথায় লাল-হলুদের নবাগত ফুটবলার মার্সেলো হায়দরাবাদ বক্সে ঢুকেন। বিপক্ষ গোলরক্ষক কাট্টিমানি তাঁকে ফাউল করলে পেনাল্টি পায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু তা কাজে লাগাতে ব‍্যর্থ হয় ফ্রানিয়ো পর্চে। তাঁর গড়ানো শট অনায়াসে আটকে দেন কাট্টিমানি। ম‍্যাচে এদিন অজস্র মিস পাস, আক্রমণের অভাব, এবং রক্ষণভাগের ব্যর্থতাই লাল-হলুদের হারের মূল কারণ হয়ে উঠল।

আরও পড়ুন:Graeme Smith: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওপর ভরসার রাখার জন‍্য বিসিসিআইকে ধ‍ন‍্যবাদ জানালেন গ্রেম স্মিথ


spot_img

Related articles

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...

আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে...