Saturday, December 6, 2025

কল্যাণকে ঘিরে এবার চিঠি নিয়ে বিতর্ক

Date:

Share post:

এবার চিঠি নিয়ে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাঁর বিরুদ্ধে ১৫৭ জন আইনজীবীর স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা পড়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছে। এবার সেই অভিযোগ পত্রে সই করার জন্য আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে, কল্যাণের (Kalyan Banerjee) ঘনিষ্ঠমহলে দাবি, এই অভিযোগ একেবারেই ভুয়ো। চিঠি বিকৃত করে তাঁকে অপদস্ত করার চেষ্টা হচ্ছে।

যে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে লেখা চিঠিতে সই করেছিলেন তাঁদের কয়েকজনকে হুমকি দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে। অভিযোগকারী আইনজীবীর একজন শুভেন্দু সেনগুপ্ত (Sbhendu Sengupta)। অভিযোগ পত্রে স্বাক্ষর থাকা এই আইনজীবী আচমকা ২১ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্ট– হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ পত্র থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানান। চিঠিতে তিনি লেখেন, অভিযোগ পত্রের প্রথম দুপাতা না পড়েই তিনি সই করেছিলেন।

২১ তারিখ সকালে এই লেখা চিঠির পর ওইদিন সন্ধেয় আইনজীবী শুভেন্দু ওই তিনজনকেই  আরেকটি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন, মানসিকভাবে চাপ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা চিঠি থেকে তাঁকে নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। এই চিঠিগুলির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। কিন্তু কে তাঁকে মানসিক চাপ দিয়েছেন? সে কথা চিঠিতে স্পষ্ট করেননি শুভেন্দু সেনগুপ্ত। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। তবে কল্যাণ-শিবিরের মতে, এই চিঠি একেবারেই বিকৃত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের চিঠির খবর রটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে


spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...