Monday, August 25, 2025

এবার চিঠি নিয়ে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাঁর বিরুদ্ধে ১৫৭ জন আইনজীবীর স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা পড়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছে। এবার সেই অভিযোগ পত্রে সই করার জন্য আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে, কল্যাণের (Kalyan Banerjee) ঘনিষ্ঠমহলে দাবি, এই অভিযোগ একেবারেই ভুয়ো। চিঠি বিকৃত করে তাঁকে অপদস্ত করার চেষ্টা হচ্ছে।

যে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে লেখা চিঠিতে সই করেছিলেন তাঁদের কয়েকজনকে হুমকি দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে। অভিযোগকারী আইনজীবীর একজন শুভেন্দু সেনগুপ্ত (Sbhendu Sengupta)। অভিযোগ পত্রে স্বাক্ষর থাকা এই আইনজীবী আচমকা ২১ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্ট– হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ পত্র থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানান। চিঠিতে তিনি লেখেন, অভিযোগ পত্রের প্রথম দুপাতা না পড়েই তিনি সই করেছিলেন।

২১ তারিখ সকালে এই লেখা চিঠির পর ওইদিন সন্ধেয় আইনজীবী শুভেন্দু ওই তিনজনকেই  আরেকটি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন, মানসিকভাবে চাপ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা চিঠি থেকে তাঁকে নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। এই চিঠিগুলির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। কিন্তু কে তাঁকে মানসিক চাপ দিয়েছেন? সে কথা চিঠিতে স্পষ্ট করেননি শুভেন্দু সেনগুপ্ত। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। তবে কল্যাণ-শিবিরের মতে, এই চিঠি একেবারেই বিকৃত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের চিঠির খবর রটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে


Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version