Tuesday, August 12, 2025

National: শীনা বোরা কি জীবিত? নাকি মিথ্যা বলছেন ইন্দ্রাণী? হত্যা মামলায় নতুন মোড়!

Date:

Share post:

শিনা বোরা (Sheena Bora) হত্যা মামলায় নয়া ট্যুইস্ট। শিনার মা জেলবন্দি ইন্দ্রাণী (Indrani Mukherjee) কিছুদিন আগে দাবি করেছিলেন, তার মেয়ে জীবিত। আর তা প্রমাণ করতে সিবিআই (CBI)আদালতে আবেদনও করে ফেললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। বিচারপতি তদন্তের নির্দেশও দিয়েছেন সোমবার। ফলে তদন্তের অপেক্ষা। তদন্তেই উঠে আসবে আসল তথ্য।  মামলার মোড় ঘোরাতে ইন্দাণী মিথ্যা বলছেন, নাকি অন্য কাউকে শিনা(Sheena Bora) বলে প্রমাণ করতে চাইছেন? রহস্য বাড়ছে।

আরো পড়ুন বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

আবারও খবরের শিরোনামে শিনা বোরা হত্যা মামলা (Sheena Bora murder case)। ২০২১ সালে শীনা বোরা জীবিত আছে বলে যে দাবি করা হয়, তার প্রেক্ষিতে এবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। সিবিআই কে ঘটনার তদন্তের দায়িত্ব দিলো আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে আশা কোরকে নামে এক মহিলা শিনা বোরার সাথে কাশ্মীরে দেখা করেছেন বলে দাবি করা হয়। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি শিনা জীবিত? কারণ ২০১২ তে শিনা বোরা হত্যার ঘটনার অভিযোগে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শাস্তি ভোগ করছেন। যদিও পিটার মুখোপাধ্যায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন। এর আগে ইন্দ্রাণীর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছিল, এবং বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এটি অস্বীকার করেছিলেন। যোগ্যতার ভিত্তিতে জামিন প্রত্যাখ্যান করার সময়, বিচারপতি সাম্ব্রে বলেছিলেন, “এই আদালত নীচের আদালতের দ্বারা প্রদত্ত কারণগুলির সাথে সম্পূর্ণরূপে একমত। পরিস্থিতিগত প্রমাণের আকারে উপাদানগুলি এই অপরাধে মুখার্জির সরাসরি জড়িত থাকার দৃঢ় সমর্থন করে।”

সোমবার বিশেষ সিবিআই আদালতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইনজীবী কাশ্মীরে শিনা বোরা জীবিত থাকার দাবি তুলে, কাশ্মীর প্রসঙ্গ টেনে একটি আবেদন করেছেন যা গৃহীত হয়েছে৷এই দাবিটি ইঙ্গিত করে যে শিনা বোরা জীবিত এবং তাই আদালত সিবিআই কে এই বিষয়ে প্রমাণ  দাখিল করতে বলেছে৷ আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...