Friday, January 30, 2026

National: শীনা বোরা কি জীবিত? নাকি মিথ্যা বলছেন ইন্দ্রাণী? হত্যা মামলায় নতুন মোড়!

Date:

Share post:

শিনা বোরা (Sheena Bora) হত্যা মামলায় নয়া ট্যুইস্ট। শিনার মা জেলবন্দি ইন্দ্রাণী (Indrani Mukherjee) কিছুদিন আগে দাবি করেছিলেন, তার মেয়ে জীবিত। আর তা প্রমাণ করতে সিবিআই (CBI)আদালতে আবেদনও করে ফেললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। বিচারপতি তদন্তের নির্দেশও দিয়েছেন সোমবার। ফলে তদন্তের অপেক্ষা। তদন্তেই উঠে আসবে আসল তথ্য।  মামলার মোড় ঘোরাতে ইন্দাণী মিথ্যা বলছেন, নাকি অন্য কাউকে শিনা(Sheena Bora) বলে প্রমাণ করতে চাইছেন? রহস্য বাড়ছে।

আরো পড়ুন বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

আবারও খবরের শিরোনামে শিনা বোরা হত্যা মামলা (Sheena Bora murder case)। ২০২১ সালে শীনা বোরা জীবিত আছে বলে যে দাবি করা হয়, তার প্রেক্ষিতে এবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। সিবিআই কে ঘটনার তদন্তের দায়িত্ব দিলো আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে আশা কোরকে নামে এক মহিলা শিনা বোরার সাথে কাশ্মীরে দেখা করেছেন বলে দাবি করা হয়। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি শিনা জীবিত? কারণ ২০১২ তে শিনা বোরা হত্যার ঘটনার অভিযোগে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শাস্তি ভোগ করছেন। যদিও পিটার মুখোপাধ্যায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন। এর আগে ইন্দ্রাণীর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছিল, এবং বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এটি অস্বীকার করেছিলেন। যোগ্যতার ভিত্তিতে জামিন প্রত্যাখ্যান করার সময়, বিচারপতি সাম্ব্রে বলেছিলেন, “এই আদালত নীচের আদালতের দ্বারা প্রদত্ত কারণগুলির সাথে সম্পূর্ণরূপে একমত। পরিস্থিতিগত প্রমাণের আকারে উপাদানগুলি এই অপরাধে মুখার্জির সরাসরি জড়িত থাকার দৃঢ় সমর্থন করে।”

সোমবার বিশেষ সিবিআই আদালতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইনজীবী কাশ্মীরে শিনা বোরা জীবিত থাকার দাবি তুলে, কাশ্মীর প্রসঙ্গ টেনে একটি আবেদন করেছেন যা গৃহীত হয়েছে৷এই দাবিটি ইঙ্গিত করে যে শিনা বোরা জীবিত এবং তাই আদালত সিবিআই কে এই বিষয়ে প্রমাণ  দাখিল করতে বলেছে৷ আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 

spot_img

Related articles

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...